নির্দেশক সর্বনাম'-এর সাথে টা, টি যুক্ত হলে তা কী হয়?
অথবা, পদাশ্রিত নির্দেশকের ব্যবহারে নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?
সেইটেই ছিল আমার প্রিয় কলম। বাক্যটিতে 'টেই' পদাশ্রিত নির্দেশক কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
'ছুঁয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা'- এই বাক্যে কোন্ শব্দটি পদাশ্রিত নির্দেশক?
বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে কোন নির্দেশক বসে?
'দুকড়ি : বল তো, ব্যাপারখানা কী? - বাক্যটিতে নির্দেশক কোনটি?
'ভাবখানা এমন, যেন সব জানে।'- এ বাক্যে নির্দেশক হচ্ছে-
'একখানা কম্বল চাই।'- এ বাক্যে একখানা কিসের উদাহরণ?
'আধখানা রুটি দিয়ে কী হবে?'- এই বাক্যের নির্দেশক কোনটি?
“মুখখানি চাঁদের মতো গোল।'- এ বাক্যে 'খানি' হচ্ছে-
নিচের কোনটি নির্দেশকের উদাহরণ?
যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে আর কোন নির্দেশক বসতে পারে?
টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?
বাড়িটা বা বাড়িটি না বলে সেই ক্ষেত্রে আমরা কী বলতে পারি?
কবিতায় নির্দিষ্টার্থে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?
'খানি' পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
অথবা, কবিতায় বিশেষ অর্থে 'খানি' কী অর্থে ' ব্যবহৃত হয়?
“আমি অভাগা এসেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি।” এ বাক্যে 'খানি' পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়েছে—
'একখানা বই কিনে নিও'- এখানে ‘একখানা' কোন অর্থ প্রকাশ করেছে?
শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহার করা হয়?
মানুষের বেলায় 'জন' নির্দেশকের ব্যবহার হয় এরকম উদাহরণ নিচের কোনটি?