নির্দেশক বোঝায় এমন উদাহরণ নিচের কোনগুলো?
বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সঙ্গে কোন নির্দেশকগুলো বসে?
‘টা' ‘টি’ নির্দেশক দুটির রূপান্তর নিচের কোনগুলো?
'বাড়িটা খুব সুন্দর।'- এ বাক্যের নির্দেশকটি কোন পদের সঙ্গে যুক্ত?
'ছেলেটা মেধাবী।'- এ বাক্যের নির্দেশকটি যে পদের সঙ্গে যুক্ত, তা হলো-
নিচের কোনগুলো নির্দেশক?
'আমারটা আগে দাও।'- এখানে নির্দেশক যুক্ত হয়েছে—
'কিছুটা সময় আমাকে দাও।'- এ বাক্যে কোন পদের সঙ্গে নির্দেশক যুক্ত হয়েছে?
'একটা বই দাও।'- বাক্যটিতে 'একটা’ কিসের উদাহরণ?
'সারাটা সকাল অপেক্ষা করলাম।'- এ বাক্যে নির্দেশক কোন পদের সঙ্গে যুক্ত?
‘মেয়েটি বুদ্ধিমতী।'- এ বাক্যে নির্দেশক কোন পদের সঙ্গে যুক্ত?
এক-এর সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
'নির্দিষ্টতা' বুঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়?
'এক' ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি- এখানে 'টি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
অথবা, “সারাটি সকাল তোমার আশায় বসে আছি”- এ বাক্যে 'সারা' শব্দের সাথে 'টি' যুক্ত হয়ে কোনটি প্রকাশ করেছে?
“সারাটি সকাল তোমার আশায় বসে আছি”- এখানে 'সারাটি' কোন অর্থ প্রকাশ করছে?
অথবা, 'সারাটি সকাল তোমার আশায় বসে। আছি।'- এখানে পদাশ্রিত নির্দেশকটি কী অর্থ প্রকাশ করছে?
নিচের কোন বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে?
নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে?
'ন্যাকামিটা এখন রাখ'- বাক্যে 'ন্যাকামি' শব্দের সাথে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?
অথবা, ন্যাকামিটা এখন রাখ— এ বাক্যে কী অর্থে “টা” এর ব্যবহার হয়েছে?
‘সেইটেই ছিল আমার প্রিয় কলম'- এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?