'কারণ ছাড়া কার্য হয় না।'- এ বাক্যে অনুসর্গ হচ্ছে-
‘যে কারণে সে অনুপস্থিত তা যথাযোগ্য নয়।'- এ বাক্যে অনুসর্গ হলো-
'ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি।' এ বাক্যে অনুসর্গ হচ্ছে-
‘তোমার তরে এনেছি মালা গাঁথিয়া ।'- এ বাক্যে অনুসর্গ হচ্ছে-
'আজ থেকে সব দায়িত্ব তোমার।'- এ বাক্যে অনুসর্গ কোনটি?
নিচের কোনটি অনুসর্গ?
'এভাবে আমার দিকে তাকাবে না।'- এ বাক্যে অনুসর্গ কোনটি?
'দিয়ে, পর্যন্ত' ইত্যাদি কিসের উদাহরণ?
'আমার দ্বারা এ কাজ হবে না সাধন।' এ বাক্যে 'দ্বারা' কী?
'মাস দুই ধরে নির্মাণ কাজ চলছে।'- এ বাক্যে অনুসর্গ হচ্ছে-
কবে নাগাদ ছুটি?- এ বাক্যে 'নাগাদ' হচ্ছে—
কে কে নিচে দাঁড়িয়ে?- এই বাক্যে অনুসর্গ কোনটি?
'আশেপাশে কেউ নাই।'- এই বাক্যে অনুসর্গ হচ্ছে-
পিছনে ফিরে তাকাবে না।'- এই বাক্যে অনুসর্গ হচ্ছে—
প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ?
“আজকের খেলা রাজস্থান বনাম দিল্লি।' এ বাক্যে 'বনাম' কী?
'নাক বরাবর চলে যাও।'- এ বাক্যে 'বরাবর' হচ্ছে
‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে’। এ বাক্যে 'বাইরে' হচ্ছে-
'কী বাবদ তোমাকে পঞ্চাশ টাকা দেব।'- এ বাক্যে বাবদকে কী বলে?
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?- এখানে 'বিনা'-