‘বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।'- বাক্যটিতে কোন যোজক বিদ্যমান?
যে যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলে—
কোনগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
'এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না'- এ. বাক্যে বিরোধ যোজক কোনটি?
“সে দিন কি আর আসবে?”- এ বাক্যে ‘আর’ অব্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
কোনটি অনুসর্গের উদাহরণ?
ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ?
অনুসর্গ সাধারণত কোথায় বসে?
যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেগুলোকে বলে-
'সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এই বাক্যে অনুসর্গ হচ্ছে-
'কোন পর্যন্ত পড়েছ?' এই বাক্যে অনুসর্গ কোনটি?
অপেক্ষার প্রহর কাটে না সহজে।'- এই বাক্যে অনুসর্গ হচ্ছে-
'সন্ধ্যা অবধি বসে থাকব।'- এ বাক্যে অনুসর্গ কোনটি?
'ট্রেন চট্টগ্রাম অভিমুখে যাত্রা করল।'- এ বাক্যে অনুসর্গ হচ্ছে-
'কে কে আগে যাবে?'- এ বাক্যে অনুসর্গ কোনটি?
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'- এ বাক্যে কয়টি অনুসর্গ আছে?
নিচের কোনগুলো অনুসর্গ?