কয়টি স্তম্ভের ওপর মতুয়াবাদ প্রতিষ্ঠিত?
শ্রীহরিচাঁদ ঠাকুর ভক্তদের মাঝে কী নাম প্রচার করেন?
দল নাই যার, বল নাই তার এই বাণীর ক্ষেত্রে কোনটি যৌক্তিক?
যাতে কাম মুখে নাম ভক্তিই প্রবল' উক্তিটি কে করেছেন?
মতুয়া সম্প্রদায়ের মূল কেন্দ্র কোথায়?
কতবছর বয়সে শ্রীহরিচাঁদ ঠাকুর মারা যান?
শ্রীশ্রীহরিলীলামৃত'- গ্রন্থের রচয়িতা কে?
দ্বাদশ আজ্ঞা কে দিয়েছিলেন?
যশোমন্ত ছিলেন— i. মৈথিলী ব্রাহ্মণ
ii. রাখাল রাজা
iii. নিষ্ঠাবান বৈষ্ণব
নিচের কোনটি সঠিক?
জীবসেবা ও গার্হস্থ্য সংসারের প্রতি জোরালো মত প্রকাশ করেন-
i. শ্রীহরিচাঁদ ঠাকুর
ii. ঠাকুর নিগমানন্দ
iii. স্বামী বিবেকানন্দ
মহাবারুণিতে হাজার হাজার ভক্ত শ্রদ্ধাজ্ঞাপন করেন। এসময় তারা শ্রদ্ধাজ্ঞাপন করে— (i. হরিচাঁদকেii. গুরুচাঁদকেiii. বৈষ্ণবদাসকে
সুপ্রিয়া রানি পাঠ্যপুস্তকের কোন মহাপুরুষের নির্দেশ পালন করেন?
সুপ্রিয়া রানির সাধন পথের মতানুসারে
i. ধর্মচর্চার জন্য সন্ন্যাসী হওয়ার দরকার হয় না
ii. ধর্মচর্চার ক্ষেত্রে নারী-পুরুষ ও বর্ণের ভেদাভেদ রয়েছে
iii. সংসারে থেকেই ধর্মচর্চা করা যায়
নলীন দেবের সাধনার পথকে কী বলে?
নলীন দেবের সাধনার পথ প্রতিষ্ঠিত-i. সত্যের ওপরii. প্রেমের ওপরiii. পবিত্রতার ওপর
স্বামী বিবেকানন্দের পিতার নাম কী?
স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কী?
স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন?
বিবেকানন্দের মাতার নাম কী?
শ্রীরামকৃষ্ণ কোন দেবতার সাধক ছিলেন?