ঘাটতি বাজেট -
i. কখনো কাম্য নয়
ii. আয় ও ব্যয় সমান করে
iii. ঋণের বোঝা বাড়ায়
নিচের কোনটি সঠিক?
পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সালমার কী করা উচিত?
উক্ত পরিকল্পনার মাধ্যমে সালমা যেসব সুবিধা পাবে -
i. আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবে
ii. মিতব্যয়ী হতে শিখাবে
iii. প্রয়োজনীয় চাহিদাগুলো আগে পূরণ করতে পারবে
কোনটি একটি পরিবারের যৌথ সম্পদ?
কোন সম্পদ ব্যবহারে সামান্য অসতর্কতার ফলে সদস্যদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়?
পরিবারের সদস্যদের ব্যক্তিগত স্বার্থত্যাগের জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এর যথার্থ কারণ কোনটি?
যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য কেমন মনোভাব থাকা দরকার?
পারিবারিক যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে কোনটি প্রয়োজন?
মিনা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। একই রুমে তার বোন অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে। এক্ষেত্রে বাতির পরিবর্তে মিনার বোন কোনটি ব্যবহার করবে?
কান্তা আর তার মা এক রুমে থাকে। তার মা অসুস্থ থাকায় পাখার বেশি বাতাসে তার ক্ষতি হয়। এ অবস্থায় কান্তার করণীয় কী?
বাড়িতে কারা খবরের কাগজ আগে পড়বে?
পত্রিকার উত্তেজনাপূর্ণ খবর কীভাবে উপভোগ করা যায়?
কোনটি যোগাযোগের অন্যতম সহা মাধ্যম?
কীভাবে কলতলার পানির অপচয় বন্ধ করা যায়?
কুয়ার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাদের?
যৌথ সম্পদ ব্যবহারে পরিবারের সদস্যদের আচরণে থাকা উচিত -
i. প্রতিযোগিতা, আত্মকেন্দ্রিকতা
ii. সহনশীলতা, উদারতা
iii. সমঝোতা, আন্তরিকতা
টেলিফোন অনেকক্ষণ আটকে রাখলে –
i. বাইরের জরুরি যোগাযোগে বিঘ্ন ঘটবে
ii. পরিবারের অন্যের প্রয়োজনের বিঘ্ন ঘটবে
iii. পরিবারে মনোমালিন্য দেখা দিবে
রুমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য করণীয় –
i. সমঝোতার মাধ্যমে কাজ করা
ii. কলের নিচে বসে কাজ করা
iii. কাজ শেষে কল বন্ধ রাখা
রুমার দুর্ঘটনার জন্য দায়ী -
i. সাবধানতা
ii. দায়িত্বহীনতা
iii. অসচেতনতা
জীবাণুনাশক দ্ৰব্য কোনটি?