রোগীর কক্ষের দরজা-জানালার গ্রিল কী দিয়ে পরিষ্কার করতে হবে?
রোগীর ব্যবহার্য কাপড় চোপড় কড়া রোদে দিতে হয় কেন?
রিতার অসুস্থ দাদি একটি আলাদা কক্ষে থাকেন। তার কক্ষটি প্রতিদিন কী দিয়ে মুছতে হবে?
জ্বরে আক্রান্ত রোগীর কক্ষের সবচেয়ে প্রয়োজনীয় সরঞ্জাম কোনটি?
থার্মোমিটারের গায়ে কত ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে?
থার্মোমিটারের মাঝখানে সরু কী থাকে?
থার্মোমিটারের বাল্ব কোন পদার্থ দ্বারা পূর্ণ থাকে?
তাপমাত্রা নির্ণয়ে দেহের নির্দিষ্ট স্থানে কত মিনিট থার্মোমিটার রাখতে হবে?
কিসের স্পন্দনের সাথে সাথে শরীরের ধমনি স্ফীত হয়?
ধর্মনির স্ফীতির হারকে কী বলে?
সদ্যজাত শিশুর নাড়ির স্পন্দন মিনিটে কত বার?
২ বছর বয়সী শিশুর নাড়ির স্পন্দন মিনিটে কত বার?
স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে পূর্ণবয়স্ক পুরুষের নাড়ির স্পন্দন কত?
শ্বাস-প্রশ্বাসের গতি কিসের হার দেখে নির্ণয় করা যায়?
রোগীর তাপমাত্রা, নাড়ির গতি এবং শ্বাস-প্রশ্বাসের গতি রেকর্ড করা হয় কেন?
শরীরে তাপমাত্রা নির্ণয়ের সময় লক্ষণীয় বিষয় -
i. থার্মোমিটার হাতের তালুতে রাখা
ii. থার্মোমিটার নির্দিষ্ট স্থানে ২ মিনিট স্থাপন করা
iii. পারদ ৯৪ ডিগ্রিতে রাখা
নিচের কোনটি সঠিক?
রোগীর দেহের তাপমাত্রা রেকর্ড করে রাখার কারণ -
i. রোগীর যত্ন নিতে সুবিধা হয়
ii. চিকিৎসক উপযুক্ত ব্যবস্থাপত্র দিতে পারেন
iii. রোগীর মানসিক অবস্থা অনুমান করা যায়
নাড়ির গতি বেড়ে যায় –
i. ব্যায়াম করলে
ii. ঘুমালে
iii. স্নায়বিক আঘাতে
কোনটি সঠিক?
স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে রুদ্রের নাড়ির স্পন্দন সংখ্যা কত?
রুদ্রের নাড়ির গতি রেকর্ডের সময় আনিকার প্রয়োজন—
i. ভাইকে শুইয়ে দেওয়া
ii. সেকেন্ডের কাঁটার ঘড়ি হাতে রাখা
iii. ভাইয়ের হাত সহজ ও স্বাভাবিক রাখা