রিকেট রোগ হয় কোনটির অভাবে?
ক্যালসিয়ামের অভাবে শিশুদের কোন রোগ হয়?
ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য কোনগুলো?
শিশুর পায়ের হাড় ধনুকের মতো বাঁকা হয়ে যায় কোনটির অভাবে?
রক্তস্বল্পতা কোন খনিজ লবণের অভাবজনিত রোগ?
গায়ের রং ফ্যাকাশে হয়ে যায় কিসের অভাবে?
কোন রোগ হলে হাতের তালু ও নখ ফ্যাকাশে হয়ে যায়?
লৌহ জাতীয় খাদ্য কোনটি?
লৌহের অভাবে মহিলাদের কোন রোগটি হবে?
রক্তস্বল্পতা প্রতিরোধ করতে কোনটি গ্রহণ করা উচিত?
আয়োডিনের উৎস কোনটি?
কোন রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়?
কোন পুষ্টি উপাদানের অভাবে বামনত্ব দেখা দেয়?
ক্রেটিনিজম প্রতিরোধে খাদ্য তালিকায় কোনটি রাখতে হবে?
আয়োডিনের অভাবে যে রোগ হয় -
i. গয়টার
ii. বামনত্ব
iii. পেলেগ্রা
নিচের কোনটি সঠিক?
স্কার্ভি প্রতিরোধে খেতে হবে—
i. লেবু, আমড়া
ii. আমলকি, টমেটো
iii. মিষ্টি কুমড়া, পাকা আম
রিকেট রোগ প্রতিরোধক উপাদান হলো-
i. ভিটামিন এ
ii. ক্যালসিয়াম
iii. ভিটামিন ডি
রক্ত স্বল্পতার লক্ষণগুলো হলো—
i. গায়ের রং ফ্যাকাশে হয়
ii. রক্তে হিমোগ্লোবিন কমে যায়
iii. শারীরিক দুর্বলতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক ?
রাতকানা ও চোখের রোগসমূহ প্রতিরোধে গ্রহণ করতে হবে-
i. দুধ, ডিম
ii. কলিজা, মাংস
iii. হলুদ ফল ও সবজি
মর্জিনার মধ্যে কোন রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে?