আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির কী বৃদ্ধি পেয়েছে?
হাফিজ টিভি মেরামতকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরিতে বেতন কম হওয়ায় তিনি নিজেই টিভি মেরামতের দোকান স্থাপন করেন। তার বর্তমান পেশাটি কোন ধরনের?
জনাব সুমন পাট দিয়ে বিভিন্ন খেলনা, পুতুল তৈরি করে বিক্রি করেন। তিনি কোনটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন?
নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র?
কোনটি সেরিকালচার?
হার্টিকালচার কী?
কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র?
মনির স্বাধীনচেতা মনোভাবসম্পন্ন হওয়ায় আত্মকর্মসংস্থানে আগ্রহী। তার জন্য উপযুক্ত ক্ষেত্র কোনটি?
লন্ড্রি, মেরামত ও খাবারের দোকান কী ধরনের পেশার নির্দেশক?
কোনটি বাঁশ বা কাঠ থেকে প্রস্তুত করা যায়?
নিচের কোনটি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বহির্ভূত?
আত্মকর্মসংস্থান নয় কোনটি?
আত্মকর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণে কয়টি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন?
আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্ধারণে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে?
আত্মকর্মসংস্থান বর্তমানে আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। এর অন্যতম কারণ-i. চাকরির ব্যবস্থা করতে না পারাii. আত্মমর্যাদা ও প্রভাব বৃদ্ধির জন্যেiii. স্বল্প সময়ে অধিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
আত্মকর্মসংস্থানের ক্ষেত্র—i. মৃৎশিল্পii. মাছ শুকানোiii. রাবার চাষনিচের কোনটি সঠিক?
আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত-i. হাঁস-মুরগি পালনii. মৌমাছি চাষiii. বিমানিচের কোনটি সঠিক?
আত্মকর্মসংস্থানের লাভজনক ক্ষেত্র হলো—i. কর্মফ্লেবাস তৈরিii. সোনার গহনা তৈরিiii. ফটোস্ট্যাট ব্যবসায়