ধর, তুমি পড়ালেখা শেষ করে ভালো কোনো চাকরি পেলে না, তাছাড়া তোমার বৃহৎ ব্যবসায় করার মতো পর্যাপ্ত পুঁজিও নেই। সেক্ষেত্রে তুমি কী করবে?
কর্মসংস্থানকে প্রধানত ভাগ করা হয়—i. মজুরি বা বেতনভিত্তিক চাকরিii. আত্মকর্মসংস্থানiii. ব্যবসায়নিচের কোনটি সঠিক?
কর্মসংস্থানের প্রধান উৎস-i. সরকারি প্রতিষ্ঠানii. বেসরকারি প্রতিষ্ঠানiii. সমবায় প্রতিষ্ঠাননিচের কোনটি সঠিক?
রতন আত্মকর্মসংস্থানে নিয়োজিত । প্রথম দিকে তার প্রাপ্ত আয়-i. সীমিতii. অসীমiii. অনিশ্চিতনিচের কোনটি সঠিক?
আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতা সম্ভব হয় -i. কঠোর পরিশ্রমের কারণেii. অধিক পুঁজি বিনিয়োগের কারণেiii. সুযোগের সঠিক ব্যবহারের কারণেনিচের কোনটি সঠিক?
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকান্ড পরিচালনার জন্য প্রয়োজন হয়-i. উচ্চ পর্যায়ের কর্মীরii. মধ্য পর্যায়ের কর্মীরiii. নিম্ন পর্যায়ের কর্মীরনিচের কোনটি সঠিক?
আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন—i. ব্যক্তিগত দক্ষতাii. স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার প্রবল ইচ্ছাiii. প্রচুর পুঁজিনিচের কোনটি সঠিক?
আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিশ্চিত করা যায়-i. গ্রামীণ সমাজ ও অর্থনীতির উন্নয়নেii. শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণiii. প্রথম দিকের আয়নিচের কোনটি সঠিক?
কর্মী প্রশিক্ষণের প্রয়োজন কেন?i. প্রতিষ্ঠান সম্পর্কে পরিচিতিii. দক্ষতা বৃদ্ধিiii. উৎপাদন ও পারিশ্রমিক বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
বেতন ও মজুরি হলো-i. একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিশ্চিত অর্থপ্রাপ্তিii. চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত অর্থiii. অন্যের অধীনে কাজ করার পারিশ্রমিক
আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজের ওপর কীরূপ প্রভাব ফেলে?i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করেii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করেiii. সমাজবিরোধী কাজে লিপ্ত করে
বেতন ও মজুরিভিত্তিক কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে-i. আত্মকর্মসংস্থানেরii.সেবা শিল্পেরiii. ক্ষুদ্র ব্যবসায়েরনিচের কোনটি সঠিক?
রাকিবের কাজকে কী বলা হবে?
রাকিব তার কাজের মাধ্যমে সমাজের কী উপকার করেছেন?
কর্মসংস্থানকে প্রধানত কতভাগে ভাগ করা যায়?
আবু সায়েম সন্তুষ্ট, কারণ- -i. সে স্বাধীনভাবে উপার্জন করতে পারছেii. একটি নির্দিষ্ট সময় পর পর্যাপ্ত উপার্জন করছেiii. সে নিজের দক্ষতা ব্যবহারের সুযোগ পাচ্ছেনিচের কোনটি সঠিক?
গ্রামে এসে মি. কামাল কোন কাজ শুরু করেন?
মি. কামাল সফল হলেন-i. কঠোর পরিশ্রম ও চেষ্টায়ii. কৃষি অফিসারের সহযোগিতায়iii. অধিক বিনিয়োগ করেনিচের কোনটি সঠিক?
আত্মকর্মসংস্থান কেন অনেক দেশে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে?
জমির আলীর কর্মসংস্থানের জন্য কোন বিষয়টি বেশি কাজ করেছিল?
i. স্বনির্ভর পেশায় নিয়োজিত হওয়ার মানসিকতা
ii. সমাজে সম্মানজনক পেশায় নিয়োজিত হওয়া
iii. নিজের মেধা ও যোগ্যতার ওপর আত্মবিশ্বাস