একটি বস্তুকে 19.6 m/s বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5s এ 25 m দূরত্ব অতিক্রম করে। ৬ষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্বে যাবে?
মুক্তভাবে পড়ন্ত বস্তু 3 s-এ 44.1 m দূরত্ব অতিক্রম করলে 7 s-এ কত দূরত্ব অতিক্রম করবে?
মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 2s এ 14 m দূরত্ব অতিক্রম করলে 5 s এ কত দূরত্ব অতিক্রম করবে?
মুক্তভাবে পড়ন্ত বস্তু 1 s-এ 4 m দূরত্ব অতিক্রম করলে 5 s, পর সেটি কত দূরত্ব অতিক্রম করবে?
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু 2s এ 8m দূরত্ব অতিক্রম করে । ঐ বস্তু 5s এ কত দূরত্ব অতিক্রম করবে?
কোন স্থানে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু ১ম 5s সময়ে 50 m দূরত্ব অতিক্রম করে । 10 s সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
75 m উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে? [g = 9.8 m s-2]
তাহমিদ 30 ms-1 বেগে একটি তীর খাড়া উপরের দিকে নিক্ষেপ করল। এটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে?
50 m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?
150 km / hour বেগে খাড়া উপরের দিকে বলকে ছুড়ে মারলে বল কত উপরে উঠবে?
A ও B দুটি বস্তুর ভর যথাক্রমে 1 kg ও 2 kg A বস্তুর ভর B বস্তুর দ্বিগুণ। বস্তু দুটিকে একই উচ্চতা হতে মুক্তভাবে পড়তে দিলে A ও B বস্তু দুটির পতনকালের অনুপাত হবে যথাক্রমে-
চলন্ত একটি বাসের ভিতরের যাত্রী-
i. বাসের সাপেক্ষে স্থির
ii. ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির
iii. বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থির
নিচের কোনটি সঠিক?
মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
এক ব্যক্তি X প্রস্থের একটি রাস্তা সোজা পার হতে গিয়ে রাস্তার অর্ধেক পথ অতিক্রম করে v1 সম্প্রতিতে এবং অবশিষ্ট অর্ধেক পথ অতিক্রম করে v2 সমদ্রুতিতে। সমস্ত রাস্তাটি অতিক্রম করার সময়ে তার গড় দ্রুতি কত?
অসম দ্রুতিতে চলমান কোনো বস্তু ১ম 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 5 সেকেন্ডে 15 m দূরত্ব অতিক্রম করে তাহলে তার গড় দ্রুতি কত?
সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2s এ 4 ms-1 হতে বৃদ্ধি পেয়ে 8 ms-1 হলে 4s পর বস্তুটির বেগ কত হবে?
54 km h-1 সমান কত ms-1?
একটি চলন্ত গাড়ি 54 kmh-1 বেগে 5s এ 4 ms-2 ত্বরণ সৃষ্টি করে । গাড়িটির শেষ বেগ কত হবে?