স্বপ্ন নামের একটা চেইন স্টোর ঢাকার বিভিন্ন এলাকায় দোকান চালায়। তারা গ্রীন রোডে একটা শাখা খুলেছে। ক্রেতা সাধারণকে জানানোর জন্যে বিজ্ঞাপনের কোনো মাধ্যম তাদের জন্যে উত্তম হতে পারে?
রাস্তার পাশে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনকে কী বলে?
প্রাচীরপত্রের মাধ্যমে কোথায় বিজ্ঞাপনের কাজ চালানো হয়?
'Window Display' শব্দের অর্থ কী?
সার্বজনীন চাহিদা রয়েছে এমন বিপণন পণ্যের বিজ্ঞাপনের সবচেয়ে উপযুক্ত মাধ্যম কী হতে পারে?
স্পষ্ট বিজ্ঞাপন, সৌজন্য বিজ্ঞাপন, বাণিজ্যিক বিজ্ঞাপন, জিঙ্গেল ইত্যাদি বিজ্ঞাপন মাধ্যম কোনটি?
সিনেমা হলে ছবি শুরুর আগে, মধ্য বিরতিতে এবং শেষে স্লাইড প্রদর্শনের মাধ্যমে প্রদর্শিত বিজ্ঞাপনকে কোন মাধ্যমে প্রকাশ করা হয়?
সাধারণত কাচের গ্লাস দ্বারা বিভিন্ন রকমের পণ্য সাজিয়ে রাখা কোন ধরনের বিজ্ঞাপন?
শহরের কর্মস্থল ও জনবহুল এলাকায় কোনটির মাধ্যমে বিভিন্ন পণ্যদ্রব্যের আলোকে সজ্জা করা হয়?
বৈশাখী মেলা, শিল্প মেলা, বাণিজ্য মেলা, কুটিরশিল্প মেলা ইত্যাদি কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম?
ওষুধ কোম্পানির জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যমটি অধিক যুক্তিযুক্ত?
নিরাময় ফার্মা কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করবে?
চলচ্চিত্র, সাবান, সিগারেট, কোমল গানীয়ের জন্য কোন ধরনের বিজ্ঞাপন অধিকতর উপযোগী?
বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের বিবেচ্য বিষয় হলো-i. পণ্যের চাহিদাii. গুণাগুণiii. মূল্য ও ক্রেতানিচের কোনটি সঠিক?
বিজ্ঞাপনের মাধ্যম হলো-i. লিফলেটii. ম্যাগাজিনiii. বিলবোর্ড
নিচের কোনটি সঠিক?
শাহ সিমেন্ট বাজার সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের জন্যে তাদেরকে যে বিষয় বিবেচনা করতে হবে তা হলো-i. পণ্যের প্রকৃতিii. কারখানার অবস্থানiii. প্রতিযোগিতার অবস্থান
বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরা হয়-i. পণ্যের মানii. পণ্যের মূল্যiii. পণ্যের ব্যবহারবিধি
টেলিভিশন হলো-i. দর্শনযোগ্য স্লাইডii. শ্রবণযোগ্য স্লাইডiii. অদৃশ্য স্লাইড
রেডিওর মাধ্যমে যে ধরনের বিজ্ঞাপন সুবিধাজনক হলো-i. স্পট বিজ্ঞাপনii. সৌজন্য বিজ্ঞাপনiii. জিঙ্গেলনিচের কোনটি সঠিক?