যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে কী বলে?
চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে?
নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে?
Milky Way দ্বারা নিচের কোনটি বুঝানো হয়?
কোনো গতির ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে-
চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের?
পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুটি গতিপথের নির্দিষ্ট বিন্দুকে কিভাবে অতিক্রম করে?
বাতাসে আলফা কণার গতিপথ কীরূপ?
বৈদ্যুতিক পাখার গতি কী রকম গতি?
ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি-
সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে?
পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি?
এক ব্যক্তি X প্রস্থের একটি রাস্তা সোজা পার হতে গিয়ে রাস্তার অর্ধেক পথ অতিক্রম করে v1 সম্প্রতিতে এবং অবশিষ্ট অর্ধেক পথ অতিক্রম করে v2 সমদ্রুতিতে। সমস্ত রাস্তাটি অতিক্রম করার সময়ে তার গড় দ্রুতি কত?
অসম দ্রুতিতে চলমান কোনো বস্তু ১ম 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 5 সেকেন্ডে 15 m দূরত্ব অতিক্রম করে তাহলে তার গড় দ্রুতি কত?
সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2s এ 4 ms-1 হতে বৃদ্ধি পেয়ে 8 ms-1 হলে 4s পর বস্তুটির বেগ কত হবে?
54 km h-1 সমান কত ms-1?
একটি গাড়ির বেগ 10 m s-1। গাড়িটিতে 2 ms-2 মন্দন সৃষ্টি করা হলে 3 s পরে গাড়িটির বেগ কত হবে?
একটি চলন্ত গাড়ি 54 kmh-1 বেগে 5s এ 4 ms-2 ত্বরণ সৃষ্টি করে । গাড়িটির শেষ বেগ কত হবে?
কোন বস্তুর দ্রুতি 36 km h-1 হলে 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে?