অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয় ?
ঝুঁকি বেশি হলে মুনাফা-
প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলেও কিসের সৃষ্টি হতে পারে?
কোনো বিনিয়োগকারী ৫,০০০ টাকা বিনিয়োগ করে ৫০০ টাকা লাভ আশা করে যদি ৬০০ টাকা পায় সেক্ষেত্রে কত টাকা ঝুঁকির উৎস বলে বিবেচিত হবে?
ঝুঁকির আরেকটি ধারণা হলো-
আয়ের উত্থান-পতন যত বেশি হবে—
আয়ের উত্থান-পতন না হলে ঝুঁকি-
ব্যবসায় প্রতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হয় কোথা থেকে?
প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের কোন উপাদানটি বেশি হলে ঝুঁকি বাড়ে?
প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয় কেন?
তিতাস গ্রুপ আশা করেছিল ২০২০ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে দেখা প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা যায়?
ঝুঁকি হ্রাস করার জন্য কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে?
হৃদয় কামাল কুরুলিয়া গ্রুপে ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন এবং তিন বছরই যথাক্রমে ৫%, ১২% ও ১৭% করে মুনাফা পেয়েছে। এখানে হৃদয় কামালের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি?
পদ্মা কোম্পানির প্রত্যাশিত লাভ ২৫% কিন্তু প্রকৃত লাভ ৩০% হলে-i. ঝুঁকি শূন্যii. ঝুঁকি বিদ্যমানiii. বিচ্যুতি ৫%নিচের কোনটি সঠিক?
অনিশ্চয়তার ক্ষেত্রে প্রযোজ্য হলো— i. অপরিমাপযোগ্যii. সব ঝুঁকিই অনিশ্চয়তাiii. সব অনিশ্চয়তাই ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
যেকোনো কোম্পানির সার্বিক উদ্দেশ্য সাধনে-i. ঝুঁকির প্রভাব রয়েছেii. গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রভাব রয়েছেiii. পরিকল্পনার প্রভাব রয়েছেনিচের কোনটি সঠিক ?
ঝুঁকি হলো—i. যত বেশি আয়ের উত্থান-পতন ঝুঁকি তত বেশিii. যত বেশি আয়ের উত্থান-পতন ঝুঁকি তত কম-iii. উত্থান-পতন না হলে ঝুঁকি নেই
ঝুঁকি সৃষ্টি হতে পারে-i. আয় প্রত্যাশা থেকে বেশি হলেii. আয় প্রত্যাশা থেকে কম হলেiii. আয় প্রত্যাশার সমান হলে
আধুনিককালে ঝুঁকি বলতে কোনটিকে বোঝায়?
সব অনিশ্চয়তাই-