বাজারে সুদের হার শতকরা ১০ ভাগ হলে এখনকার ১০০ টাকার ও বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে?
ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কী বলা হয় ?
'i' দ্বারা কী বোঝানো হয়?
কোন পদ্ধতিতে প্রতিবছর সুদাসলের ওপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়?
চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কীসের ওপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়?
কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?
ভবিষ্যৎ মূল্য কী দ্বারা প্রকাশ করা হয়?
সুদের হারের সাথে অর্থের সময়মূল্যের হ্রাস-বৃদ্ধি সম্পর্কটি-
মেয়াদকাল বা বছর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয় ?
ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
মি. মিলন ৫,০০০ টাকা ১০% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করলেন। ৭ বছর পরে এ টাকা সুদ-আসলে বৃদ্ধি পেয়ে কত টাকা হবে?
শতকরা ২০% হারে বর্তমান ২০০ টাকার ৪ বছরের পরের ভবিষ্যৎ মূল্য কত?
FV-এর পূর্ণরূপ কী ?
জনাব জসিম এর হিসাবে ২ বছর পর কত টাকা জমা হবে?
যদি বার্ষিক চক্রবৃদ্ধি হার ১২% হয় তাহলে ৫ বছর পর জনাব জসিমের হিসাবে কত টাকা জমা হবে?
৫ বছর পর ব্যাংক 'ক'-এর কাছ থেকে কত টাকা পাওয়া যাবে?
ব্যাংক 'খ'-এর কাছ কত টাকা?
আরাফাত আজ ১০০ টাকা ব্যাংকে জমা দিল। ব্যাংকে ১০% হারে ত্রৈমাত্রিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ৪ বছর পর আরাফাতের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
২০০ টাকার ১০ বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা সম্ভব হবে না, যখন
বছরের ত্রৈমাসিক চক্রবৃদ্ধির সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়?