অগ্রাধিকার শেয়ার কোন শেয়ারের রূপান্তরযোগ্য?
অগ্রাধিকার শেয়ারকে কী হারে লভ্যাংশ প্রদান করা হয়?
অগ্রাধিকার শেয়ারমালিকদের কোম্পানির ওপর-
কাদের কোনো ভোটাধিকার থাকে না?
জনাব নজরুল 'তিস্তা গ্রুপ' থেকে ১০০ টাকা মূলের ১,০০০ শেয়ার ব্রুয় করেন। তিনি এখান থেকে নির্দিষ্ট হারে আর প্রত্যাশা করেন। জনাব নজরুলের শেয়ারটি কী ধরনের?
আরমান গাজী কোম্পানির ১২% অগ্রাধিকার শেয়ার কিনেছেন। প্রতিটি শেয়ারের অ১০০ টাকাভিহিত মূল্য ছিল ১,০০০ টাকা। আরমান প্রতি শেয়ারে কত টাকা লভ্যাংশ পাবেন?
অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা কোনটি?
অগ্রাধিকার শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য পেয়ে থাকে -
অগ্রাধিকার শেয়ার ও ডিবেঞ্ঝার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে অপারগ কেন?
অগ্রাধিকার শেয়ারে আয় কম হবার কারণ কী?
কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি সবচেয়ে কম?
পুরাতন শেয়ারমালিকানা যে ধরনের শেয়ার করে অগ্রাধিকার পেয়ে থাকেন তাকে কী বলে?
শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিল কী হিসেবে বিবেচিত হয়?
সাধারণ শেয়ারের জন্যে প্রযোজ্য উক্তি হলো-
i. এ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া অত্যন্ত জটিল
ii. এ শেয়ার থেকে অধিক আয় করা যায়
iii. সীমাবদ্ধ দায় এ শেয়ারের একটি সুবিধা
নিচের কোনটি সঠিক?
শেয়ারবাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানির বিবেচনা করতে হয়-
i. নিট সম্পদমূল্যii. ইপিএসiii. শেয়ারহোল্ডারদের আর্থিক অবস্থানিচের কোনটি সঠিক?
বিনিয়োগের হাতিয়ার হিসেবে সাধারণ শেয়ারের সুবিধা হলো-i. অধিক আয়ii. উচ্চ ঝুঁকিiii. সীমাবদ্ধ দায়নিচের কোনটি সঠিক?
শেয়ারমালিকরা শেয়ার ক্রয় করে -i. লভ্যাংশ পাওয়ার আশায়ii. মালিকানাস্বত্ব লাভের আশায়iii. শেয়ারের মূল্য বৃদ্ধির আশায়
সাধারণ শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য-i. হস্তান্তরযোগ্যii. সীমাবদ্ধ দায়iii. নির্দিষ্ট হারে আয়
অগ্রাধিকার শেয়ার সুবিধাজনক, কারণ—i. নির্দিষ্ট হারে আয়ii. মুনাফা আয়ের ওপর অগ্রাধিকারiii. সম্পদের ওপর দাবি
অগ্রাধিকার শেয়ারমালিকরা লভ্যাংশ পেয়ে থাকেi. নির্দিষ্ট হারেii. অনির্দিষ্ট হারেiii. অনির্দিষ্ট সময়ের জন্যনিচের কোনটি সঠিক?