আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে?
স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i. মেয়াদ পূর্তির পূর্বেই প্রাপ্য বিল বিক্রয়
ii. প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়
iii. পণ্য সরবরাহের পূর্বেই ক্রেতা হতে অর্থ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
মি. রবিনের ১ম কোম্পানির বিনিয়োগের ক্ষেত্র কোনটি?
কোন হিসাবে দৈনিক ইচ্ছেমত টাকা জমা দেওয়া যায়?
বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে-
i. অর্থনৈতিক কর্মকান্ডের প্রসার ঘটিয়ে
ii. ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করে
iii. শিল্প ও বাণিজ্যের উন্নয়ন করে
সানরাইজ লিমিটেড এর ঋণ মূলধন খরচ কত?
সানরাইজ লিমিটেড করপূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করবে কেন?
কোন ধরনের চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে?
মূলধন বাজেটিং-এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
i. মেশিনারিজ ক্রয়ের
ii. ব্যবসায় আধুনিকায়নের
iii. উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপনের
মি. রাফসানের আজোয়া ব্যাংকে একটি হিসাব আছে। তিনি উক্ত ব্যাংকের মাধ্যমে বাসার জন্য একটি ফ্রিজ ক্রয় করেন। মি. রাফসান ব্যাংকের কোন সেবা গ্রহণ করেছেন?
নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
হস্তান্তরযোগ্য বিনিময় বিল কোনটি?
একটি ব্যবসায় প্রতিষ্ঠানে 'স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস' থেকে অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত ক্ষেত্র হলো-
i. প্রাপ্য বিল বাট্টাকরণ
ii. প্রদেয় বিল
iii. ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
L.C-এর পূর্ণরূপ কী?
একজন গ্রাহক ব্যাংকে কোন হিসাব খুললে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা উত্তোলন ও জমা রাখতে পারবে?
পদ্মা কোম্পানি ১৫% সুদের হারে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। কর হার ৫০% হলে ঋণ মূলধন ব্যয় কত?
২০,০০০ টাকা বিনিয়োগ করে কোনো প্রকল্প থেকে আগামী ৬ বছর ৪,০০০ টাকা করে আন্তঃপ্রবাহ প্রাক্কলন করা হলে প্রকল্পের পে-ব্যাক সময় কত?
একটি বাণিজ্যিক ব্যাংক তার সংরক্ষিত তহবিলকে কী হিসেবে ব্যবহার করতে পারে?
'স্বল্পব্যয়ে অধিক মুনাফা' ব্যাংকের কোন নীতি?