বর্তনীর তুল্যরোধ কত?
উক্ত বর্তনীতে-
i. R2 ও R4 এর তড়িৎ প্রবাহ একই
ii. R3 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি
iii. R1 এর ক্ষমতা 8W
নিচের কোনটি সঠিক?
ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য কোনটি?
হস্তান্তরযোগ্য বিনিময় বিলকে কী বলা হয়?
গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব হলো-
বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে কোন ব্যাকো
i. বর্তনীর তড়িৎ ক্ষমতা 16.80W
ii. বর্তনীর তাপক্ষয়ের হার 16.80W
iii. বর্তনীর তুলরোধ 8.75Ω
বর্তনীটিতে 2.80A তড়িৎ প্রবাহমাত্রা পাওয়া যাবে
i. R2: R3 শ্রেণিতে যুক্ত করে R1 এর সাথে সমান্তরালে যুক্ত করলে
ii. R1 , R2 শ্রেণিতে যুক্ত করে R3 এর সাথে সমান্তরালে যুক্ত করলে
iii. R1, R2 R3 সমান্তরালে যুক্ত করলে
গড় মুনাফা কত?
প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
মূলধন কাঠামো পরিবর্তনে বিবেচনা করতে হয়-
i. গড় মূলধন ব্যয়
ii. তহবিলের সুযোগ ব্যয়
iii. কর-পূর্ব মূলধন ব্যয়
সুযোগ ব্যয়: সৃষ্টি হয় কোন মূলধন ব্যয় পদ্ধতিতে।
মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টি?
পরিচালনার খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কীরূপে প্রকাশ পায়?
সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা-
i. দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায়।
ii. উৎসের কম্পাঙ্কের উপর নির্ভর করে
iii. দিয়ে শব্দের পার্থক্য বুঝা যায়।
50 C চার্জ হতে 20 cm দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত?
মাইক্রোফোনের বিপরীত কাজ করে কোনটি?
5cm এর একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2cm হলে, বস্তুটির বিবর্ধন কত?
চিত্রের BC অংশের প্রয়োজনীয় তাপ কত?