মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি?
হোল্ডিং কোম্পানির অধীনে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়—
এবিসি লিমিটেড তার তহবিল ব্যবহার করেছে-
i. অর্থ সংকট নিরসনে
ii. ব্যবসায় সম্প্রসারণে
iii. নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদানে
নিচের কোনটি সঠিক?
'ক' তার সেলুনের জন্য ২০,০০০ টাকার হুইল চেয়ার কিনেছে। ক্রয়কৃত হুইল চেয়ার ব্যবহার করে ব্যবসায় থেকে আগামী ৬ বছর বার্ষিক ৪,০০০ টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। এক্ষেত্রে পে-ব্যাক সময় কত হবে?
কোনটির মাধ্যমে অর্থায়ন করলে প্রদেয় করের পরিমাণ কম হয়?
কোন প্রকার বিনিয়োগে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়?
বাজারে নতুন পণ্য ছাড়ার সময় বিবেচনা করা হয়-
i. স্থায়িত্ব
ii. সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ
iii. কাঁচামাল বাবদ খরচ
জনাব নোবেল তার ব্যবসায়ের জন্য ১২% সুদের হারে ৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। কর হার ২০%। করপূর্ব ঋণ মূলধন ব্যয় কত?
কোম্পানির ঘোষণাকৃত নতুন শেয়ার কোন ধরনের?
উক্ত শেয়ার প্রদানের ফলে—
i. মিথিলার শেয়ারসংখ্যা ১,২৫০টি হবে
ii. কোম্পানির শেয়ারসংখ্যা বৃদ্ধি পাবে
iii. কোম্পানির শেয়ারহোল্ডার বৃদ্ধি পাবে
বাংলাদেশের ব্যাংক ব্যবসায় মুক্তিযুদ্ধের পর প্রচণ্ড সংকটে নিপতিত হওয়ার কারণ কী?
মুদ্রার সবচেয়ে প্রধান কাজ কোনটি?
সমাজকল্যাণ কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য?
ব্যবসায়ে ব্যবহারের উদ্দেশ্যে কম্পিউটার ব্রুয়ের সিদ্ধান্ত হলো ব্যবস্থাপকের-
i. অর্থায়ন সিদ্ধান্ত
ii. ব্যয় সিদ্ধান্ত
iii. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত
প্রতিবছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
জনাব ইফতেখার বার্ষিক ১০% হার সুদে ২,০০০ টাকা ঢাকা ব্যাংকে ২ বছরের জন্য জমা রাখেন। মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন?
প্রত্যাশিত আয়ের তুলনায় প্রকৃত আয় বেশি হলেও কী সৃষ্টি হতে পারে?
ঝুঁকি প্রভাব ফেলে-
i. সিদ্ধান্ত গ্রহণে
ii. প্রকল্প বাস্তবায়নে
iii. প্রত্যাশিত মুনাফা অর্জনে
আয়-ব্যয় প্রাক্কলনের ক্ষেত্রে ব্যয় বলতে বোঝায়—
কোন পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের। - পরিবর্তে নিট মুনাফাকে বিবেচনা করা হয়?