'Lender of the last resort' বলা হয় কাকে?
১৬৯৪ সালে কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে ৪ জন নিয়োগ পান কোন পদে ?
রাষ্ট্রপতির কত নং অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সৃষ্টি হয়?
কোন ব্যাংক প্রয়োজনে দেশে বিদেশে সরকারের প্রতিনিধিত্ব করে?
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের রূপ নিয়ন্ত্রণ করে, i. ব্যাংক হার নীতিতেii. খোলাবাজার নীতিতেiii. নৈতিক প্ররোচনা পদ্ধতিতেনিচের কোনটি সঠিক?
সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলি- i. উপদেষ্টাii. নিকাশ ঘরiii. তহবিল সংরক্ষণনিচের কোনটি সঠিক?
ঋত শতকে মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা দেয়?
'কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সবকিছু। নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো (অর্থ ও মুদ্রাবাজারে) জগতে আলো ও শক্তি দেয়।'- সংজ্ঞাটি কে নিয়েছেন?
কত শতাব্দীতে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব ঘটেছে?
দেশের প্রধান ব্যাংককে কী বলে?
নেতার মতো দেশের ব্যাংকিং রাজত্ব শাসন করে কোন ব্যাংক?
ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে কোন ব্যাংক কাজ করে?
জাতীয় ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গঠন করার প্রধান কারণ কী?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিক কে?
'কেন্দ্রীয় ব্যাংক সরকারের এমন একটি প্রতিষ্ঠান, যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে এবং যা উক্ত কার্যাবলি সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলির উপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে।'- কথাটি কে বলেছেন?
কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির পর থেকেই পালন করে আসছে—i. মূলধন গঠনii. মুদ্রা প্রচলনiii. ঋণ নিয়ন্ত্রণনিচের কোনটি সঠিক?
কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংক ব্যবসায়েরi. মুরব্বীii. পরিচালকiii. নিয়ন্ত্রকনিচের কোনটি সঠিক?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়?