কোন ব্যাংক একটি দেশের আঞ্চলিক উন্নয়নে অবদান রাখতে পারে?
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি?
হামিদ সাহেব আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে সর্বদা 'M' ব্যাংকের সহায়তা গ্রহণ করেন। 'M' ব্যাংক কী ধরনের সহায়তা প্রদান করে?
প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়?
বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কীসের প্রবণতা সৃষ্টি করে ?
টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের খরচ?
মি. রুবেল চেকের মাধ্যমে একটি ল্যাপটপ ব্রহ্ম করলে--
i. চেকটি মুদ্রার বিকল্প হিসাবে কাজ করবে
ii. মি. রুবেলের ব্যাংকে টাকা কমে যাবে
iii. উক্ত চেক বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করবে
নিচের কোনটি সঠিক?
আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে একটি ব্যাংক কীভাবে সহায়তা করে?
সুফলা ব্যাংক দেনা-পাওনা নিষ্পত্তিতে পে-অর্ডার ব্যবহার করে থাকে। ব্যাংক কর্তৃক ব্যবহৃত এ পে-অর্ডার কোনটি সৃষ্টি করে?
ব্যাংক ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কোনটি?
বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি- i. অর্থ স্থানান্তরii. মূলধন গঠনiii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
নিচের কোনটি সঠিক ?
বাণিজ্যিক ব্যাংক নিচের কোনটির মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনে সহায়তা করে ?
বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের উৎস কোনটি?
গোমতী ব্যাংক লি. আমানতের মাধ্যমে সৃষ্ট মূলধন বিভিন্ন খাতে ঋণদান এবং বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংকের উত্ত কাজের মাধ্যমে-
i. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়
ii. মূলধনের গতিশীলতা বাড়ে
iii. জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
LC কার অনুকূলে ইস্যু করা হয়?
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ?
দেনা-পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়— i. চেকii. বিনিময় বিলiii. ডেবিট কার্ডনিচের কোনটি সঠিক?
'y' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
'Y' ব্যাংকের নতুন শাখা খোলার ফলে-
i.'Y' ব্যাংকে নতুন কর্মসংস্থান হবেii . 'X' ব্যাংকেরও মুনাফা বৃদ্ধি পাবেiii. জনকল্যাণ সাধিত হবে
কোনটি সঠিক ?