রবিন তার উপার্জন থেকে ১,০০০ টাকা ভবিষ্যতের জন্যে ব্যাংকে জমা রাখে। এখানে অর্থ কী হিসেবে কাজ করছে?
কেন আমরা খুব সহজেই টাকার মান নির্ধারণ করতে পারি?
জনাব মানিক তার বাড়ি মেরামত করার জন্যে একজন শ্রমিক নিয়োগ করলেন। শ্রমিকের দৈনিক মজুরি ১৫০০ টাকা নির্ধারণ করলেন। এক্ষেত্রে শ্রমিকের নির্ধারিত মজুরি মুদ্রার কোন কাজকে নির্দেশ করছে?
অর্থের কাজ হচ্ছে-
i. সঞ্জয়ের ভাণ্ডার
ii. বিনিময়ের মাধ্যম
iii. মূল্যের পরিমাপক
নিচের কোনটি সঠিক?
মুদ্রা হলো-i. একটি বিনিময় মাধ্যমii. মূল্যের পরিমাপকiii. সঞ্চয়ের ভাণ্ডারনিচের কোনটি সঠিক?
বিনিময়ের মাধ্যম ছাড়াও মুদ্রার প্রয়োজনীয় ভূমিকা রয়েছে—i. সঞ্চয়ের ভাণ্ডার হিসেবেii. প্রাতিষ্ঠানিক লেনদেন হিসেবেiii. মূল্যের পরিমাপক হিসেবেনিচের কোনটি সঠিক?
মুদ্রা প্রচলনের পর পরই কিসের প্রয়োজনীয়তা দেখা দেয়?
মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার কী বলা হয়?
ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি?
ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে?
ব্যাংক কীভাবে ব্যবসায়িক মুনাফা লাভ করে?
জনগণের অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যাংক কী সৃষ্টি করে?
কোনটি ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত?
ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন?
মুদ্রার পরিবর্তে কোনটি কাজ করে?
মুদ্রা আবিষ্কারের পর যে জন্য ব্যাংক ব্যবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়-i. ব্যবসায়-বাণিজ্যii. লেনদেনiii. মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করারনিচের কোনটি সঠিক?
উদ্দীপকে কোন যুগের কথা বলা হয়েছে?
করিম ও রহিমের বিনিময়ের মাধ্যম কী ছিল?
ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কী?
কোন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি?