উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও : এ বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত তিন কন্যা সন্তান হয়েছে। এজন্য তার স্বামী ও শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে।
সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটি সঠিক?
সুমির পুত্র সন্তান হবে যদি-
i.স্বামী থেকে Y বহনকারী শুক্রাণু আসে
ii.স্বামী থেকে X বহনকারী শুক্রাণু আসে
iii. নির্মিত জাইগোট XY হয়
নিচের কোনটি সঠিক?
উক্ত চিত্রটির-
i. মেরুতে প্রতিপাদ কোষ বিদ্যমান।
ii. গর্ভযন্ত্র তিনকোষী
iii. কেন্দ্রস্থলে দ্বিনিষেক ঘটে
নিচের কোনটি সঠিক
H2O বিয়োজিত হয়ে উৎপন্ন হয়-
i. e- ii. H2 iii. O2
চিত্রটিতে কোন ধরনের পাইরিমিডিন বেস উপস্থিত?