কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ ও পর-পরাগী?
DNA অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
উদ্দীপকের প্রক্রিয়ার শেষ ধাপের ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i.মাইটোকন্ডিয়াতে ঘটে
ii.পানি উৎপন্ন হয়
iii. ৩৪ অণু ATP তৈরি হয়।
নিচের কোনটি সঠিক?
সুগারবিট এর মূল এবং কান্ডের বৃদ্ধির জন্য কোন পুষ্টি উপাদান প্রয়োজন?
শরিফের ব্লাড গ্রুপ AB,মিথুনের AB- এবং রায়হানের O- । মিথুন--
1. শরিফকে ব্লাড দিতে পারবে
ii. শরিফের থেকে ব্লাড নিতে পারবে
iii. রায়হানের ব্লাড নিতে পারবে
একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত মিলিলিটার (প্রায়) মূত্র ত্যাগ করে।
কিডনি বিকল হলে-
i. মূত্রের পরিমাণ কম হয়
ii.প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয়
iii. রক্তে ক্রিয়েটিনিন কমে যায়
অক্সিজেনসমৃদ্ধ রক্ত হূৎপিণ্ডের কোনটি অতিক্রম করে?
উদ্দীপক সম্পর্কে সঠিক তথ্য হলো-
i.B অঙ্গে পেপসিনোজেন এনজাইম ক্ষরিত হয়
ii.A লিপিড পরিপাককারী এনজাইম ক্ষরণ করে
iii. C অঙ্গ একটি মিশ্রগ্রন্থি
কত সপ্তাহের (প্রায়) মানব ভ্রুণকে ফিটাস বলে?
থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
রাজ্য ফানজাই ও রাজ্য প্লানটি এর সাদৃশ্য হলো-
i. স্পোর দিয়ে বংশ বৃদ্ধি করে
ii. নিউক্লিয়াস সুগঠিত
ii. কোষে কোষ প্রাচীর উপস্থিত
কোন উপাদানের উপস্থিতির কারণে পেশিটিস্যু সংকুচিত-প্রসারিত হয়?
অ্যাকটিন ও ম্যায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে?
F2, বংশধরের জন্য সঠিক তথ্য হলো-
i. ৩: ১ অনুপাতে বৈশিষ্ট্য পাওয়া যায়
11. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়।
iii. প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়
ভ্রুণথলির গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে?
বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত?
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে?
মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ রয়েছে কোনটিতে?
জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি কারণ-
i. পানিতে CO2 এর পরিমাণ 0.3%
ii. সকল অঙ্গ CO2, শোষণ করতে পারে
iii. CO2, ও O2, এর পরিমাণ সমান