কে বুধাকে সইতে পারেনি?
কাকতাড়ুয়া সেজে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে বুধার মাথায় কিসের ছায়া নেমে আসে?
বাজারে আগুন লাগায় -
পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার-
মিলিটারি আসার পরদিন গাঁয়ের মানুষ কী করে?
বুধার মতে যে পালায় সে কী?
মিলিটারি প্রথমবার আসার কত মাস পর দ্বিতীয়বার আসে?
দ্বিতীয়বার এসে মিলিটারি গ্রামে কী বানায়?
গায়ে মোট কতবার মৃত্যুর উৎপাত ঘটেছে?
অনেক রাতে কিসের শব্দে বুধার ঘুম ভাঙে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কত তারিখে হয়েছে?
মধুর বড় ভাই মিঠু কী করে?
বুধার মা বুধাকে কার ভরসায় রেখে গেছে?
কারা খায়-দায়, ফুর্তি করে আর মানুষ ধরে নিয়ে যায়?
গাঁয়ের মানুষ কত ভাগে ভাগ হয়ে গেছে?
লড়াই না করলে গ্রাম কিসের বাড়ি হয়ে যাবে?
আহাদ মুন্সির ঘর কয় চালা?
কীভাবে বুধা আলির তেলের দাম শোধ করবে?
মিঠু আর আলির মতে বুধা কেরোসিন তেল দিয়ে -
আগুন লাগায় ঘুমন্ত মানুষগুলো কী নিয়ে বেরিয়ে আসতে ব্যস্ত?