রাজাকার কুদ্দুস বুধাকে তাড়া করে-
'পথ ওকে ডাকে আয়। ও হেসে বলে, এইতো এসেছি।'- এখানে ‘ওকে’ বলতে কাকে বোঝানো হয়েছে?
জয়বাংলা স্লোগানটি কিসের প্রতীক?
বাংলাদেশের মানুষ, তার সংস্কৃতি ও ঐতিহ্য কোন লেখকের লেখার জগত ?
বুধার নাম জয় বাংলা দেয় কে?
বুধা কার হাত ধরে হেঁচকা টান দেয়?
অনেক রাতে কখনো কখনো বুধার ঘুম ভেঙ্গে যায় কেন ?
নিরীক্ষাধর্মী উপন্যাসে কোন বিষয়টি প্রাধান্য পায়?
বুধা যে মুক্ত মানুষ, সেটা বোঝার জন্য নিচের কোন বাক্যটি ব্যবহৃত হয়েছে?
'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা চরিত্রটির দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন-
বুধার রোজগারের উপায় হলো-
i. কারও ক্ষেতে কামলা খাটা
ii. স্টেশনে কুলিগিরি করা
iii.. জেলে নৌকায় মাছ ধরা
নিচের কোনটি সঠিক?
'কাকতাড়ুয়া' উপন্যাসের মূল বিষয়বস্তু নিচের কোনটি?
i. বুধার মতো সাহসী কিশোর মুক্তিযোদ্ধার কাহিনি বয়ান
ii. মুক্তিযুদ্ধে রাজাকারদের অত্যাচারের কাহিনি বর্ণনা
iii. দেশপ্রেমের এক অনবদ্য কাহিনি বর্ণনা
আলির মতে বুধার খাদ্যগুলো হলো-
i. রোদ খেলে পেট ভরে
ii. জোছনা খেলে মন ভরে
iii. বৃষ্টির পানি খেলে বুক ভরে
মিঠুর মা বুধাকে ভাত খেতে দিয়ে বলে—
i. আমার মধুকে তো পাকিস্তানিরা মেরে ফেললii. মিঠু মরেছে, মেয়েটাও জীবিত নেইiii. তোকে পেলে তোর খালু আর আমি দুঃখ ভুলব
বুধা ভয় পায় না-i. ভূতেরii. পাকিস্তানি বাহিনীরiii. জুজুর
বুধার ক্ষেত্রে যে বিষয়টি সত্য-
i. ভূতের গল্প শোনেনিii. নিজের নিয়মে বড় হয়েছেiii. কেউ ওকে জুজুর ভয় দেখায়নি
চাচির মুখে মুক্তির কথা শুনে বুধা-
i. হোঁচট খায়ii. জোরে কাশতে থাকেiii. গলায় ভাত আটকে যায়নিচের কোনটি সঠিক?
'তুমি যেও না বুধা ভাই'- উক্তিটিতে ফুটে উঠেছে-
i. মিনতি
ii. সম্পর্কের বাঁধন
iii. আকৃতি
আহাদ মুন্সী বুধার কথায় চিন্তিত হওয়ার কারণ হলো-
i. হয়তো একদিন দেশ স্বাধীন হবে
ii. মুক্তিবাহিনী তাকে ছাড়বে না
iii. মরণের ভয়ে
“যেন মৃত্যুপুরীর হাওয়া বয়ে এসেছিল ওর কাছে"-এ উপ্তিতে বুধার যে মনোভাব প্রকাশ পায়-
i. মিলিটারিদের নির্মমতা
ii. স্বজন হারানোর বেদনা
iii. দুঃসহ স্মৃতিচারণ