ভারত শাসন আইন অনুযায়ী পরামর্শক সভার সদস্য ছিল কতজন?
ভারত শাসন আইনে গভর্নর জেনারেলকে কী নামে অভিহিত করা হয়?
ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন?
কত সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারত সরকারকে বাংলায় প্রতিনিধিত্বমূলক আইনপরিষদ স্থাপনের নির্দেশ দেয়?
কত সালে বঙ্গীয় আইনপরিষদ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়?
কখন থেকে বঙ্গীয় আইন পরিষদের কার্যক্রম শুরু হয়?
প্রতিষ্ঠাকালে বঙ্গীয় আইনপরিষদের সদস্য কতজন ছিল?
কত সালে বঙ্গীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ২১ জন করা হয়?
রায়হানের পঠিত ইতিহাসে বাংলার কোন শাসন ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে?
উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থার ফলে -
i. বাংলায় অরাজকতা সৃষ্টি হয়
ii. প্রজারা অতিরিক্ত কর দিতে বাধ্য হয়
iii. রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়
নিচের কোনটি সঠিক?
অনুচ্ছেদে ব্রিটিশ প্রবর্তিত কোন বিষয়ের কথা বলা হয়েছে?
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য ছিল—
i. ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের রূপ নেয়
ii. ব্রিটিশ শাসন অবসানে ভূমিকা রাখে
iii. বাংলা থেকে সমগ্র ভারতে প্রচলিত হয়
বঙ্গীয় আইনপরিষদের ওপর কাদের কর্তৃত্ব বহাল ছিল?
ব্রিটিশ শাসনামলে সুবিধাপ্রাপ্ত শ্রেণি হিসেবে বিবেচিত হতো কারা?
ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে পড়ার কারণ কী ছিল?
রবার্ট ক্লাইভ ছিলেন -
i. ভারতবর্ষে ঔপনিবেশিকতার সূত্রপাতকারী
ii. দ্বৈতশাসন ব্যবস্থার প্রবর্তক
iii. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনকারী
দ্বৈতশাসন ব্যবস্থার ফলে –
i. এদেশের সম্পদ পাচার হয়
ii. প্রজারা অত্যাচারিত হতে থাকে
iii. দেশে দুর্ভিক্ষ দেখা দেয়
ছিয়াত্তরের মন্বন্তরের কারণ ছিল –
i. তিন বছরের অনাবৃষ্টি
ii. প্রজাদের ওপর অতিরিক্ত করের বোঝা
iii. ক্লাইভের দ্বৈতশাসন
ইংরেজ গভর্নরর্সের মধ্যে এদেশে শিক্ষা বিস্তারসহ আধুনিক জ্ঞান- বিজ্ঞান চর্চার সূচনা করেন-
i. লর্ড উইলিয়াম বেন্টিংক
ii. লর্ড ওয়েলেসলি
iii. লর্ড হার্ডিঞ্জ
সিপাহি বিদ্রোহ দমনে ইংরেজরা –
i. উন্নত অস্ত্র ও দক্ষ সেনাবাহিনীর সংযোগ ঘটায়
ii. চাতুর্য ও নিষ্ঠুরতার পথ বেছে নেয়
iii. বিদ্রোহীদের বন্দি করে