জন্মনিয়ন্ত্রণ বিষয়ক বিজ্ঞাপন দেখে সখিনা বিবি তাদের পরিবার ছোট রাখতে উদ্যোগী হয়।— গণমাধ্যম এখানে কী ধরনের ভূমিকা পালন করেছে?
সিনেমাতে নায়ককে অন্যায়ের প্রতিবাদ করতে দেখার পর শফিক মিয়া কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। সিনেমা এখানে কী ধরনের প্রভাব ফেলেছে?
বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ ঘটে কোন পরিবেশের ?
বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়া গ্রামীণ পরিবেশে হওয়ার কারণ কী?
গ্রাম্য সমাজ কাঠামোর বৈশিষ্ট্য কোনটি?
শহুরে সমাজ কাঠামোর সাথে গ্রাম্য সংস্কৃতির মূল পার্থক্য হলো—
ব্যক্তির সামাজিকীকরণে নিচের কোন উপাদানটি শহর ও গ্রামে অধিকমাত্রায় লক্ষণীয়?
বন্ধুদের সাথে মিশে ব্যক্তি কোন গুণাবলিটি অর্জন করে?
এ বৃহত্তর পরিমণ্ডলে শিশুর ভূমিকা ও নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোনটি?
শিশুর নিজস্ব গুণাগুণ ও যোগ্যতা বিকশিত হয় কোন পরিবেশে?
গ্রামের পেশার মূলভিত্তি কোনটি?
সামাজিকীকরণের মাধ্যমে মানুষের মাঝে যে বৈশিষ্ট্যের বিকাশ ঘটে—i. দায়িত্বশীলii. ভালো মানুষiii. সহিষ্ণু
নিচের কোনটি সঠি
পরিবার সম্পর্কে হলো—i. সমাজের মৌল সংগঠনii. ক্ষুদ্রতম সংগঠনiii. প্রাকৃতিক সংগঠন
নিচের কোনটি সঠিক?
পরিবার গঠিত হয়-i. বিবাহের মাধ্যমেii. সমাজের মাধ্যমেiii. মানুষের মাধ্যমে
পরিবার গঠনের মূল উদ্দেশ্য হলো—i. দলবদ্ধ জীবনযাপনii. সন্তান উৎপাদনiii. মূল্যবোধ গঠন
পরিবারের ধরনের ভিন্নতা সৃষ্টির উপাদান হলো-i. বংশমর্যাদা
ii. পরিবারের আকার
iii. স্বামী-স্ত্রীর সংখ্যা
ভারতের টোডা উপজাতি নারীদের একাধিক স্বামী থাকে। এটা কোন পরিবার প্রথা থেকে সৃষ্ট-i. পতিii. স্বামী-স্ত্রীর সংখ্যাiii. বর্ধিত পরিবারনিচের কোনটি সঠিক?
বৃদ্ধ জামিল সাহেবের হয় স্ত্রীর তিনজন বেঁচে আছেন। সাহেবের পরিবারটি হলো-
i. বহুপতি
ii. বহুপত্নী
iii. পিতৃপ্রধান
স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন হলো-i. একপত্নীii. বহুপত্নীiii. বহুপতিনিচের কোনটি সঠিক?
সম্পা টিভিতে দেখল একজন মহিলা তার বাবার মতো সকলকে আদেশ দিচ্ছেন। খুশির দেখা পরিবারটি—i. মাতৃতান্ত্রিক পরিবারii. গারো পরিবারiii. পিতৃতান্ত্রিক পরিবারনিচের কোনটি সঠিক?