সমাজ জীবন বলতে বোঝায়?
শিহাব তার বাবাকে সিগারেট খাওয়া দেখে সেও ধূমপানে আসক্ত হয়ে পড়েছে। এটি মানব আচরণের কোনটিকে নির্দেশ করে?
শিহাব ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করে। - শিহাবের আচরণের মধ্যে কোনটি উপস্থিত?
সামাজিক মূল্যবোধ ব্যক্তির কোনটিকে প্রভাবিত করে?
মানবশিশু কিসের মাধ্যমে সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হয়?
কাদের সাথে আমাদের সম্পর্ক বাধ্যবাধকতার?
পরিবারহীন শিশুটি একটি পশুর মতো আচরণ করছিল। শিশুটির মধ্যে কোনটির অভাব পরিলক্ষিত হয়েছে?
শিশুর আচরণকে বেশি প্রভাবিত করে কোনটি?
যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে তাদেরকে কী বলা হয় ?
মানুষের সুখ-দুঃখের প্রথম অংশীদার কে হয় ?
শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি?
নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি শিশুর মধ্যে শিক্ষা দেয়—
পাড়ার খারাপ ছেলেদের সাথে মিশে রাতুল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। উক্তিটিতে প্রমাণিত হয়-
গ্রামের ক্লাবটি প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রাম্য সংস্কৃতিকে বিকশিত করতে সাহায্য করে। এ ধরনের ক্লাবকে বলা হয়—
স্থানীয় গোষ্ঠী শিশুর মধ্যে কোন ধরনের মূল্যবোধ সৃষ্টি করে?
ধর্মীয় উৎসব শিশুমনে কিসের সৃষ্টি করে?
'মমিন প্রতি দুর্গাপূজা এলে তার বন্ধুদের সাথে পূজায় যায়।- এখানে ধর্ম কী শিক্ষার রূপ ফুটিয়ে তুলেছে-
ধর্মীয় অনুষ্ঠান শিশুমনের কোনটির উন্নতি সাধন করে?
বর্তমান যুগের সংস্কৃতি গড়ে উঠেছে কিসের মাধ্যমে?
টিভিতে সিসিমপুর দেখে খুশি বিভিন্ন জিনিস চিনতে শিখেছে।'- গণমাধ্যম এখানে কী ভূমিকা পালন করেছে?