এলিজাবেথীয় দরিদ্র আইনগুলো কয়টি নীতির ভিত্তিতে প্রণীত হয়েছিল?
১৮৩৪ সালের দরিদ্র আইন প্রয়োগের ক্ষেত্রে কয়টি নীতিমালা অনুসরণ করা হয়?
শিল্পবিপ্লব পূর্ববর্তী সময়ে পরিচালিত সমাজসেবামূলক কার্যক্রমের ধরন কেমন ছিল?
কত সালে এনা এল ডয়েস সমাজসেবায় পেশাগত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন?
আমেরিকার পেশাদার সমাজকর্মের একটি অলাভজনক জাতীয় সংগঠন হলো-
শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন কে?
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি কে ছিলেন?
বিভারিজ মানবসমাজের অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে কয়টি দৈত্যের কথা উল্লেখ করেছেন?
ম্যারি রিচমন্ডের Social Diagnosis গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
শিল্প বিপ্লবের সময়কাল কত?
নগরায়ণের ফলে সৃষ্ট সমস্যা কোনটি?
সমাজকর্ম পেশা হিসেবে কেমন?
দরিদ্র আইন কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে যে সামাজিক আইন প্রণীত হয় তা হলো-
i. ১৯০৬ সালের খাদ্য আইন
ii. ১৯০৭ সালের শিক্ষা আইন
iii. ১৯০৮ সালের বৃদ্ধকালীন পেনশন আইন
নিচের কোনটি সঠিক?
কীসের ফলে বস্তির সৃষ্টি হয়?
নগরায়ণের PULL FACTOR হচ্ছে-
i. বহুমুখী কর্মসংস্থান
ii. উচ্চশিক্ষার সুযোগ
iii. উন্নত জীবন ও আধুনিক সুযোগ-সুবিধা
সমাজকর্ম শিক্ষায় সেবার মানোন্নয়নে ১৯৫২ সাল থেকে কোন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে?
শিল্পায়নের ইতিবাচক প্রভাব কোনটি?