কয়েদি পুনর্বাসন সমাজকর্মের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
প্রাক-শিল্প যুগে ইংল্যান্ডে প্রণীত আইনে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি কোনটি নিশ্চিত করা অন্যতম লক্ষ্য ছিল?
'ব্ল্যাক ডেথ' হলো-
i. প্লেগ রোগজনিত মৃত্যু
ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু
iii. তীব্র শ্রমিক সংকট
নিচের কোনটি সঠিক?
কোন প্রক্রিয়ায় ১৬০১ সালের দরিদ্র আইনে অক্ষমদের পুনর্বাসন করা হতো?
১৮৩৪ সালের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে 'দরিদ্রদের জেলখানা' হিসেবে অভিহিত করেন কে?
Lowest bidder হলো-
i. আত্মীয়স্বজনের নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
ii. কম খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
iii. বিনা খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
তৎকালীন ইউরোপের নানা বিচ্ছিন্ন ঘটনা ইংল্যান্ডের সমাজজীবনকে বিপর্যস্ত করেছিল। এখানে বিচ্ছিন্ন ঘটনা বলতে কী বোঝানো হয়েছে?
কোন আইনকে ইংল্যান্ডের দারিদ্র্য ও ভবঘুরে সমস্যা মোকাবিলার ৪৩তম প্রয়াস বলা হয়?
১৬০১ সালের দরিদ্র আইন অনুযায়ী প্যারিশের ব্যবহৃত প্রতিটি পুরাতন বাড়ি সংশোধনাগার ও দরিদ্রাগার হিসেবে ব্যবহৃত হবে। এটি কোন ধরনের ব্যবস্থা?
Poor Law Board এর আলোকে কত সালে General Board of Health গঠিত হয়?
এ আইনের কার্যকারিতার ফলে-
i. জনগণ সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবে।
ii. শ্রমাগারে স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করবে
iii. সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে
স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন আইন প্রণয়ন করা হয়?
১৯০৬ সালের খাদ্য আইনে কী করা হয়েছে?
ইংল্যান্ডের দরিদ্র সমস্যা মোকাবিলায় ১৫৩১ সালে দরিদ্র আইনটি প্রণয়ন করেন কে?
রানি এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয়?
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন অনুযায়ী স্থানীয় সাহায্য সংস্থার প্রশাসনগুলোকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
বিভারিজ রিপোর্টে প্রদত্ত সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য কয়টি নীতি উল্লেখ করা হয়?
'আশার আলো' এবং উক্ত সংগঠনের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক হলো-
i. সাহায্য কার্যক্রমের সমন্বয় নীতি গ্রহণ
ii. স্বাবলম্বন নীতি গ্রহণ
iii. সাম্যনীতি গ্রহণ
কোন সমিতির কার্যক্রমের ফলে দরিদ্ররা স্বনির্ভর হয়ে ওঠে?
কয়টি সংগঠন একত্রিত হয়ে NASW গঠিত হয়?