নিচের উদ্দীপক পড়ে ৪নং প্রশ্নের উত্তর দাও:
নূরুল হক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। সে নতুন কিছু করে স্বাবলম্বী হতে চায়। তাই সে বাড়ির পাশের পতিত জমিতে সবজি উৎপাদন ও পুকুরে মাছ চাষ শুরু করে।
উদ্দীপকে নূরুল হকের পদক্ষেপ কোন মৌল -মানবিক চাহিদা পূরণে ভূমিকা রাখে?
“এমন একটি পৃথিবী, যেখানে কোনো প্রকার শোষণ ও বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে।” এটি কোন বেসরকারি সমাজ উন্নয়ন
সংস্থার ভিশন?
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
'ক'
(i) শিক্ষার্থীদের স্কুল পরিবেশে সামঞ্জস্য বিধানে সহায়তা করে,শিক্ষার লক্ষ্যার্জনে ভূমিকা রাখে।
(ii) শিক্ষার্থীর ঝরে পড়া রোধ করে।
'খ'
(i) বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক পেশা।
(ii) সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা মোকাবিলা করে।
উদ্দীপকে 'ক' এর সাথে নিচের কোনটির মিল রয়েছে?
উদ্দীপক টেবিলের 'ক' এবং 'খ' দ্বারা দেখানো হয়েছে-
i. মানবিক সমস্যা সমাধানের সাথে বিদ্যালয়ের সম্পর্কii. মানবিক সমস্যা সমাধানের সাথে বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক iii. সমাজকর্মের সাথে বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো—
i. অবশ্যই সমাধানযোগ্যii. বৃহৎ জনগোষ্ঠীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে iii. প্রকৃতিগতভাবে সৃষ্ট
জাতিসংঘের ব্যাখ্যা অনুযায়ী মাদকাসক্তির বৈশিষ্ট্য হল-
i. মাদকদ্রব্যের উপর নির্ভর হয়ে পড়া
ii. নিয়মিত মাদকদ্রব্য গ্রহণের দুর্দমনীয় ইচ্ছা
iii. মাদকের পরিমাণ বৃদ্ধির আগ্রহ