চিকিৎসা সমাজকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি?
রহিমা একজন গৃহকর্মী। সে প্রায়ই মনিবের বাসা থেকে খাবার ও রান্নার সামগ্রী চুরি করে। তার এই আচরণ কীসের পরিচয় দেয়?
দরিদ্র আইন প্রণয়নের পর তাদের কার্যক্রম তত্ত্বাবধানে কোন কমিশন গঠিত হয়?
মাধবপুর গ্রামের অধিকাংশ লোক দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্বসহ অন্যান্য আর্থ- সামাজিক সমস্যায় জর্জরিত। মাধবপুরে সমাজকর্মের কোন পদ্ধতি বেশি কার্যকর হবে?
সামাজিক আইন প্রণয়ন করা হয়-
i. অবাঞ্ছিত অবস্থা নিরসনে
ii. বঞ্চিত মানুষের স্বার্থ সংরক্ষণে
iii. সমাজের সবল শ্রেণির উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
উক্ত মহীয়সীর উল্লেখযোগ্য অবদান হলো -
i. সাহিত্যকর্মে নারী আন্দোলনের প্রকাশ ঘটান
ii. মুসলমান নারীদের মূল্যবোধ পরিবর্তনের চেষ্টা করেন
iii. পুরুষশাসিত সমাজ ব্যবস্থার মূলে কুঠারাঘাত করেন