উদ্দীপকে লক্ষ্য অর্জনের হাতিয়ার হতে পারে তা হলো-
i. সামাজিক নিরাপত্তা কার্যসূচি
ii. সামাজিক আইন
iii. সমাজকার্য পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
‘অনুঘটক' বলতে বোঝায়—
i. যে নিজে পরিবর্তিত হয়, অপরকে পরিবর্তন করে
ii. যে শুধু নিজে পরিবর্তিত হয়
iii. যে নিজে পরিবর্তিত হয় না, কিন্তু অপরের পরিবর্তন ঘটায়
সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তির ওপর সমস্যার প্রভাব বলতে বোঝায়
i. পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারা
ii. সামাজিক ভূমিকা পালনে অপারগতা
iii. স্বীয় সম্পদের ব্যবহার করতে না পারা
সমাজকর্মী শিল্পীর নীতি রক্ষার ব্যর্থতা জুয়েলের আচরণে যে প্রভাব ফেলতে পারে
i. নিজেকে গুটিয়ে রাখবে
ii. নিজেকে উচ্ছৃঙ্খল করে তুলবে
iii. সমাজকর্মীকে সহায়তা করবে
কিশোর আদালত বিচারকার্য পরিচালনা করে-
i. সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে
ii. অভিভাবকদের উপস্থিতিতে
iii. সাংবাদিকদের উপস্থিতিতে