রিপু কয়টি?
যে ব্যক্তি ভাইয়ের উপর রাগ করে সে কিসের দায়ে পড়বে?
আমাদের প্রতি অন্যায় করলে প্রতিশোধ নেবো না, কারণ-
i) শত্রুতা বেড়ে যাবে
ii) মন পরিবর্তন করবে
iii) সুসম্পর্ক গড়ে উঠবে
নিচের কোনটি সঠিক?
অন্যের প্রয়োজনে সাহায্য করা আমাদের কী ধরনের দায়িত্ব?
যারা অত্যাচার করে, তাদের জন্য কী করতে বলা হয়েছে?
আমরা ঈশ্বরের সন্তান হিসেবে শত্রুর জন্য কী করবো?
'তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও।' উক্তিটি কার
শত্রুকে ক্ষমা করলে কোন জীবনে কল্যাণ সাধিত হয়-
পাপ ক্ষমা করার ক্ষমতা মনুষ্য পুত্রের আছে'-উক্তিটি যীশু কাদের উদ্দেশ্য করে বলেছিলেন?
ফ্লোরেন্স নাইটিংগেল কত বছর বয়সে ঈশ্বরের কাছ থেকে আহবান পেয়ে সেবা কাজ শুরু করেন?
সঞ্চেয় যীশুর কথায় তাঁকে কীভাবে গ্রহণ করেছিলো?
যীশু সঙ্কেয়ের বাড়িতে খাওয়া-দাওয়া করে কোন দৃষ্টান্ত স্থাপন করলেন?
যীশু কেন ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন?
আমরা কীভাবে ঈশ্বরের শিষ্য হতে পারি?
আমরা অনেক খারাপ কাজ করি কেন?