সিদ্ধার্থ গৌতম প্রথম কোন বৃক্ষের নিচে বসে ধ্যান করেন ?
সিদ্ধার্থ গৌতমের মামাতো ভাইয়ের নাম কী ছিল ?
সিদ্ধার্থ গৌতমের সারথির নাম কী ছিল ?
কোন পূর্ণিমা তিথিতে গৌতম সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করে বুদ্ধ হন।
বুদ্ধ, ধর্ম ও সংঘকে একত্রে কী বলা হয়?
কে দান গ্রহণের উত্তম পাত্র?
শিক্ষাগুরুকে কী বলা হয় ?
পৃথিবীতে মাতা-পিতা হলো-
বুদ্ধ সমাজ উন্নয়নের জন্য কোন ধর্ম দেশনা করেছেন -
কার মিলন সুখকর ?
বুদ্ধ হলেন-
আমাদের মনে কিসের প্রদীপ জ্বালাতে পারি ?
প্রদীপের আলো-
ধূপ পূজার জন্য কোন সময় উত্তম?
সংঘদান কাদের দান করা হয়?
দানের পূর্বে দাতাকে কয়টি বিষয়ে সচেতন থাকতে হয়?
গৃহী বা উপাসক-উপাসিকারা নিত্য কোন শীল পালন করে থাকে?
যাঁরা প্রব্রজ্যা ধর্মে দীক্ষা নেন তাঁদেরকে কী বলা হয় ?
ব্রাহ্মণের ছেলে কোথায় গিয়ে বিদ্যাশিক্ষা করত ?
কোন দুটি মানুষের অমূল্য সম্পদ?
প্রকৃতপক্ষে পণ্ডিত ব্রাহ্মণ কে ছিলেন?
মানব জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার কী?
গৌতম বুদ্ধ কোন ধর্ম প্রচার করেন?
বৌদ্ধদের পবিত্র ধর্ম গ্রন্থের নাম কী?
বুদ্ধ সর্বপ্রথম কোথায় অভিধর্ম দেশনা করেন ?
কোন সংগীতিতে পূর্ণাঙ্গ ত্রিপিটক সংকলিত হয় ?
অভিধর্ম পিটকে কয়টি গ্রন্থ আছে?
অভিধর্মকে ত্রিপিটকের কী বলা হয় ?
কোন রাজার সময় ত্রিপিটক প্রথম লিপিবদ্ধ করা হয় ?
বৌদ্ধধর্মের মূল ভিত্তি কী?
বুদ্ধ চেতনাকে কী বলেছেন?
কোনটি দুঃখের ভোগান্তি ?
কোনটি দুষ্কর্মের অন্তর্গত?
ধার্মিক উপাসক কোথাকার ছিলেন?
মৌদ্গল্যায়ন স্থবির রাজগৃহের কোন পর্বতে অবস্থান করতেন?
বুদ্ধের প্রধান সেবক কে ছিলেন?
আনন্দ কয়টি শর্তে বুদ্ধের সেবক নিযুক্ত হয়েছিলেন?
অনুরুদ্ধ স্থবিরের পিতার নাম কী ছিল?
উৎপলবর্ণা পদুমুত্তর বুদ্ধের সময় কোন নগরে জন্মগ্রহণ করেন?
বিম্বিসার কোন রাজ্যের রাজা ছিলেন ?
রাজবৈদ্য জীবকের মাতার নাম কী?
জাতকের মূল শিক্ষা কী?
ভারতীয় সাহিত্যে কিসের প্রভাব সবচেয়ে বেশি ?
ধর্মপাল কুমার কোথায় বিদ্যাশিক্ষার জন্য গমন করেন ?
অতিপণ্ডিত বিবাদ মীমাংসার জন্য কী পদক্ষেপ নেয়?
আজীবক মনে মনে কী হলেন?
ব্যাধ গাছের ডালে কী শিকারের অপেক্ষায় থাকত ?
কারা বৌদ্ধধর্ম ও সংস্কৃতি বিকাশ সাধন করেছিলেন ?
বৌদ্ধ ঐতিহাসিক স্থান দর্শন করার উদ্দেশ্য কী ?
মহাউপাসিকা বিশাখা কোন বিহার নির্মাণ করেন ?