‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?' — কথাটি কে বলেছেন ?
ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন ?
অতিথি ব্রাহ্মণরূপে কে এসেছিলেন ?
ব্রাহ্মণের পরিবারে কতজন সদস্য ছিল ?
ঈশ্বরের সাকার রূপ কী ?
‘সর্বং খল্বিদং ব্রহ্ম’ -কথাটি কোন গ্রন্থে বলা হয়েছে?
প্রহ্লাদের পিতার নাম কী?
পরশু শব্দের অর্থ কী ?
উপাসনা কিসের অঙ্গ ?
উপাসনা কয় প্রকার ?
উপাসনা একটি -
উপাসনা করলে -
গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র – কথাটি কে বলেছেন?
‘স’- এর স্থলে ‘হ’ উচ্চারণ করতেন কারা?
আত্মারূপে সকল জীবের মধ্যে কে বিরাজমান ?
বৈদিক যুগে প্রধান ধর্মীয় ক্রিয়া-কর্ম কী ছিল ?
রাত্রিকৃত্যে কী বলে ঘুমাতে যেতে হয়?
আত্মার নতুন দেহ ধারণ করাকে কী বলে?
ইন্দ্রের রাজধানীর নাম কী ?
হিন্দুধর্মের মূল লক্ষ্য কী ?
বেদ কয়খানা ?
বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে তাকে কী বলে ?
ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মাহাত্ম্য কোথায় প্রাধান্য পেয়েছে?
ফলাকাঙ্ক্ষাহীন কর্মকে কী বলে?
মায়ের কথায় ধ্রুব কার শরণ নিয়েছেন?
বিনোদের সেবাকাজে খুশি হয়ে কে প্রশংসা করেছিলেন ?
ভগিনী নিবেদিতার জন্মস্থান কোথায় ?
বিবেকানন্দ কত খ্রিষ্টাব্দে লন্ডনে আসেন ?
নিবেদিতার মৃত্যু হয় কোথায় ?
মানুষে-মানুষে মিলের একটি সূত্র হলো-
কার আরেকটি নাম পার্থ ?
পার্থকে কে উপদেশ দিয়েছিলেন ?
সাধনার পথ-
‘যত মত, তত পথ' – কথাটি কে বলেছেন ?
আমাদের চরিত্রকে উন্নত করে-
ভগবান শ্রীকৃষ্ণ কার প্রতি শিষ্টাচার প্রদর্শন করেছিলেন ?
দ্বাপর যুগে অত্যাচারী হয়ে উঠেছিলেন কে ?
ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে কোথায় অবতীর্ণ হন ?
নারদকে বলা হয় -
শিকাগোতে পরমতসহিষ্ণুতা দেখিয়েছিলেন -
বশিষ্ঠ কোন শ্রেণির ঋষি ছিলেন ?
বিশ্বামিত্র জাতিতে কী ছিলেন?
বনে বাস করত যে রাক্ষস তার নাম কী ছিল?
রাক্ষসকে মারতে কে গিয়েছিলেন?
স্বাস্থ্যের জন্য দরকার -
যোগসাধনার পদ্ধতি কারা উদ্ভাবন করেছিলেন ?
কোন তিথিতে বিশেষভাবে উপবাস করার নিয়ম রয়েছে?
আমরা সাধারণত কেমন খাবার খেতে পছন্দ করি?
যোগব্যায়াম করলে মানুষ -
উপাসনার জন্য প্রয়োজন -