গবেষণা
গবেষণা = গো + এষণা
আশ্চর্য
আশ্চর্য = আ + চর্য
অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ
চক্ষুদান করা
চুরি করা = চৌধুরী সাহেবকে সরল লোক পেয়ে চাকরটি চক্ষুদান করে।
ঠোঁটকাটা
স্পষ্ট ভাষী = ঠোঁটকাটা লোক কে অনেকেই অপছন্দ করে।
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = বাগদত্তা
বিদেশে থাকে যে
বিদেশে থাকে যে = প্রবাসী
অল্প কথা বলে যে
অল্প কথা বলে যে = স্বল্পভাষী
যা লাভ করা দুঃসাধ্য
যা লাভ করা দুঃসাধ্য = দুর্লভ
যা ভেদ করা সহজ
যা ভেদ করা সহজ = সহজভেদ্য
ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল দেশ গড়ার চূড়ান্ত সময়কাল । ডিজিটাল বাংলাদেশ হবে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য, দুর্নীতি, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ, যা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবে জনগণের রাষ্ট্র এবং যার মুখ্য চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। ডিজিটালকরণে মোবাইল মানি অর্ডার সার্ভিসটি ৯মে ২০০৬ ডাক বিভাগ চালু করে।
ডিজিটাল বাংলাদেশঃ
১২ মে ২০১৮ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ডিজিটালকরণে আর এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ । সবশেষে বলতে পারি যে, ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ, প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে হবে।