Bangladesh Krishi Bank Ltd. Recruitment Test for Data Entry/ Control Operator Examination Held On: 06.04.2018 || 2018

All

সকল বিষয়

নিচের সন্ধি বিচ্ছেদ করুন ও বাগধারাসহ বাক্য রচনা করুনঃ
1.

গবেষণা

Created: 3 months ago | Updated: 17 hours ago

গবেষণা = গো + এষণা

নিচের সন্ধি বিচ্ছেদ করুন ও বাগধারাসহ বাক্য রচনা করুনঃ
2.

আশ্চর্য

Created: 3 months ago | Updated: 17 hours ago

আশ্চর্য = আ + চর্য

নিচের সন্ধি বিচ্ছেদ করুন ও বাগধারাসহ বাক্য রচনা করুনঃ
3.

অন্বেষণ

Created: 3 months ago | Updated: 17 hours ago

অন্বেষণ = অনু + এষণ

নিচের সন্ধি বিচ্ছেদ করুন ও বাগধারাসহ বাক্য রচনা করুনঃ
4.

চক্ষুদান করা

Created: 3 months ago | Updated: 17 hours ago

চুরি করা = চৌধুরী সাহেবকে সরল লোক পেয়ে চাকরটি চক্ষুদান করে। 

নিচের সন্ধি বিচ্ছেদ করুন ও বাগধারাসহ বাক্য রচনা করুনঃ
5.

ঠোঁটকাটা

Created: 3 months ago | Updated: 17 hours ago

স্পষ্ট ভাষী = ঠোঁটকাটা লোক কে অনেকেই অপছন্দ করে।

Created: 3 months ago | Updated: 3 days ago

যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = বাগদত্তা 

এক কথায় প্রকাশ করুনঃ
7.

বিদেশে থাকে যে

Created: 3 months ago | Updated: 1 day ago

বিদেশে থাকে যে = প্রবাসী

এক কথায় প্রকাশ করুনঃ
8.

অল্প কথা বলে যে

Created: 3 months ago | Updated: 2 days ago

অল্প কথা বলে যে = স্বল্পভাষী

এক কথায় প্রকাশ করুনঃ
9.

যা লাভ করা দুঃসাধ্য

Created: 3 months ago | Updated: 3 days ago

যা লাভ করা দুঃসাধ্য = দুর্লভ

এক কথায় প্রকাশ করুনঃ
10.

যা ভেদ করা সহজ

Created: 3 months ago | Updated: 17 hours ago

যা ভেদ করা সহজ = সহজভেদ্য

ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল দেশ গড়ার চূড়ান্ত সময়কাল । ডিজিটাল বাংলাদেশ হবে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য, দুর্নীতি, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ, যা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবে জনগণের রাষ্ট্র এবং যার মুখ্য চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। ডিজিটালকরণে মোবাইল মানি অর্ডার সার্ভিসটি ৯মে ২০০৬ ডাক বিভাগ চালু করে।

  • অনলাইন টেন্ডারঃ সরকারি ক্ষেত্রে প্রথম ভূমি প্রশাসন চালু হয় ৪ অক্টোবর, ২০০৯। 
  • ৩ জানুয়ারি ২০১০ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমৃসংস্থান মন্ত্রণালয় প্রথম ডিজিটাল নথি নম্বর চালু করে।
  • ৬৪টি জেলার ওয়েব পোর্টাল www.de (zillaname)gov.bd চালু হয় ৬ জানুয়ারি ২০১০ সালে ।
  • আইসিটি ল্যাব প্রথমবারের মতো দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে এটি চালু হয় ২৩ ফেব্রুয়ারি ২০১০ সালে।
  • মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করা হয় ১ মে ২০১০ সালে ।
  •  ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে 4G মোবাইল ইন্টারনেট চালু হয়।
  • ঢাকা মেট্রোপলিটন থানাগুলোতে অনলাইন জিডি কার্যক্রম শুরু হয় ৫ মে ২০১০ সালে ।
  • সর্বশেষ ১২ মে ২০১৮ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আর এক ধাপ এগিয়ে গেল। সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ গড়তে দরকার দক্ষ, প্রশিক্ষিত ও কার্যকারী জনশক্তি।

 

ডিজিটাল বাংলাদেশঃ

  • ডিজিটাল বাংলাদেশের নবযাত্রা শুরু ২০০৯ সাল থেকে।
  • বর্তমানে ডাকঘর ডিজিটালের আওতায় আনা হয়েছে। 
  • ডিজিটালকরণে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে।  
  • ডিজিটাল বাংলাদেশ গড়তে ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 4G বা চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়।
  • সারাদেশে ইন্টারনেট ব্যবহারে ও ডিজিটালকরণে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
  • ব্যান্ডউইথ রপ্তানির মাধ্যমে আমাদের দেশের সক্ষমতা বেড়েছে।
  • ডিজিটালকরণে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজ ও চাকরির ব্যাপ্তি বেড়েছে। 
  • ডিজিটালকরণের মাধ্যমে আমরা এখন খুব সহজেই ঘরে বসে ব্যাংকিং সেবা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারি।
     

১২ মে ২০১৮ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ডিজিটালকরণে আর এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ । সবশেষে বলতে পারি যে, ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ, প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে হবে। 

Created: 3 months ago | Updated: 23 hours ago

বাংলাদেশ গ্রামের দেশ= Bangladesh is a land of village.

Created: 3 months ago | Updated: 23 hours ago

মানুষ একা থাকতে পারে না=Man cannot live alone.

Created: 3 months ago | Updated: 3 days ago

স্বাস্থ্যই সম্পদ = Health is wealth.

Created: 3 months ago | Updated: 3 days ago

জ্ঞান সমুদ্রের চেয়েও বিশাল= Knowledge is bigger than sea.

Created: 3 months ago | Updated: 3 days ago

 ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা = English is an international language.

Students should observe the law of health. They should rise from the bed early in the morning and go out for a walk. Beside these, they should take care of those things which is necessary for the preservation of health. They should know that the health is wealth. 

নিচের বাক্যগুলির নির্দেশনা অনুযায়ী উত্তর লিখুনঃ
18.

"Do this work". Change the voice of the sentence.

Created: 3 months ago | Updated: 3 days ago

Let the work be done.

নিচের বাক্যগুলির নির্দেশনা অনুযায়ী উত্তর লিখুনঃ
19.

He said, "I do it.” বাক্যটি Indirect speech এ লিখুন।

Created: 3 months ago | Updated: 6 days ago

He said that he did it.

নিচের বাক্যগুলির নির্দেশনা অনুযায়ী উত্তর লিখুনঃ
20.

I have done. ” বাক্যটির Past tense এর রূপ লিখুন।

Created: 3 months ago | Updated: 6 days ago

I had done.

নিচের বাক্যগুলির নির্দেশনা অনুযায়ী উত্তর লিখুনঃ
21.

"It is a true fact." Correct the sentence.

Created: 3 months ago | Updated: 3 days ago

It is true.

নিচের বাক্যগুলির নির্দেশনা অনুযায়ী উত্তর লিখুনঃ
22.

"He is a fool." Change into exclamatory form.

Created: 3 months ago | Updated: 2 days ago

How! fool he is.

আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 
= (ভূমি × উচ্চতা) বর্গঃ সেঃমিঃ 

= (৮ × ৬) = ২৪ বর্গ সেঃমিঃ [ এখানে, ৮ সেমি = ভূমি; ৬ সেমি =উচ্চতা]

ক্ষেত্রফল ২৪ বর্গ সেন্টিমিটার।  

আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে =  I=pnr100××=

Created: 3 months ago | Updated: 17 hours ago

ড. শিরিন শারমিন চৌধুরী

Created: 3 months ago | Updated: 17 hours ago

সিরাজগঞ্জ এবং নাটোর

Created: 3 months ago | Updated: 17 hours ago

ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা লাভ করে। 

ব্রজেন দাস প্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। 


 

 

Created: 3 months ago | Updated: 17 hours ago

আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। 

আন্তর্জাতিক বিষয়াবলী ও বিজ্ঞানঃ
30.

সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত গ্রহটির নাম কি?

Created: 3 months ago | Updated: 3 days ago

সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত গ্রহটির নাম বুধ । 

আন্তর্জাতিক বিষয়াবলী ও বিজ্ঞানঃ
31.

উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি?

Created: 3 months ago | Updated: 1 week ago

উত্তর কোরিয়ার রাজধানীর নাম পিয়ংইয়ং । 

আন্তর্জাতিক বিষয়াবলী ও বিজ্ঞানঃ
32.

ভরের আস্তর্জাতিক একক কি?

Created: 3 months ago | Updated: 6 days ago

ভরের আস্তর্জাতিক একক কিলোগ্রাম। 

আন্তর্জাতিক বিষয়াবলী ও বিজ্ঞানঃ
33.

ফেসবুক এর প্রতিষ্ঠাতা বা জনক কে?

Created: 3 months ago | Updated: 2 weeks ago

ফেসবুক এর প্রতিষ্ঠাতা বা জনক মার্ক জুকারবার্গ

আন্তর্জাতিক বিষয়াবলী ও বিজ্ঞানঃ
34.

প্রথম বাংলাদেশী এভারেষ্ট বিজয়ী কে?

Created: 3 months ago | Updated: 17 hours ago

প্রথম বাংলাদেশী এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহীম