বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) || হিসাব সহকারী (অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট)/ইউডিএ-কাম-ক্যাশিয়ার (26-01-2024) || 2024

All


1.

নিম্নলিখিত তথ্যাবলী হতে ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মি. তনয়ের বহিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করুন:

(ক) নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত/ডেবিট উদ্বৃত্ত ১৯,৬৭০ টাকা। 

(খ) ব্যাংকে ১,২০০ টাকার চেক জমা দেয়া হয়েছে কিন্তু ৩১শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক তা আদায় করতে পারেনি। 

(গ) ৫০০ টাকা ও ৩০০ টাকার দুটো চেক ইস্যু করা হয়েছিল কিন্তু উক্ত তারিখের মধ্যে তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 

(ঘ) একজন দেনাদার তার ১,০০০ টাকা দেনা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে কিন্তু তা এখনো নগদান বহিতে ডেবিট করা হয়নি। 

(ঙ) আমাদের স্বীকৃত ৬০০ টাকার একটি বিল ব্যাংক সরাসরি পরিশোধ করে দেয় যা এখনো নগদান বহিতে এন্ট্রি করা হয়নি। 

(চ) ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে ৪৫০ টাকা, পক্ষান্তরে হিসাব পরিচালনার জন্য চার্জ ধার্য্য করেছে ১২০ টাকা যা এখনো নগদান বহিতে হিসাবভুক্ত হয়নি।

Created: 6 months ago | Updated: 15 hours ago
Created: 6 months ago | Updated: 15 hours ago

Related Sub Categories