বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) || হিসাব সহকারী (অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট)/ইউডিএ-কাম-ক্যাশিয়ার (26-01-2024) || 2024

All

পূর্ণরূপ লিখুন:
1.

OTM

Created: 6 months ago | Updated: 1 day ago

OTM এর পূর্ণরূপ হলো Open Tendering Method (উন্মুক্ত দরপত্র পদ্ধতি).

পূর্ণরূপ লিখুন:
2.

IMF

Created: 6 months ago | Updated: 10 hours ago

IMF- International Monetary Fund 

পূর্ণরূপ লিখুন:
3.

GFR

Created: 6 months ago | Updated: 21 hours ago
পূর্ণরূপ লিখুন:
4.

MICR

Created: 6 months ago | Updated: 21 hours ago

Magnetic Ink Character  Recognition-MICR

পূর্ণরূপ লিখুন:
5.

IBAS

Created: 6 months ago | Updated: 21 hours ago

Integrated Budget and Accounting System- IBAS

আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি ফিদেল কাস্ত্রোর

প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে সমবেত কণ্ঠ। গীতিকার আবদুল গাফফার চৌধুরী । প্রথমে গানটির সুরারোপ করেন আবদুল গাফফার চৌধুরী। প্রথমে গানটির সুরারোপ করেন আলতাফ মাহমুদ এবং বর্তমানে তার সুরারোপেই গানটি প্রচার হচ্ছে । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঘটনার কিছুক্ষণ পরেই গানটি রচিত হয়। ১৯৫৩ সালে প্রথম গানটি গাওয়া হয়। উল্লেখ্য, প্রথমে এটি কবিতা আকারে রচনা করা হয় এবং পরবর্তীতে একে গানে রুপ দেয়া হয়।

বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম রাজিয়া বানু

 

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় চারটি বীরত্বসূচক খেতাবের নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৭৬ জনকে চারটি খেতাবে ভূমি করা হয়। সর্বোচ্চ পদমর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ (৭ জন ) উচ্চ পদমর্যাদার খেতাব বীরউত্তম (৬৮ জন), প্রশংসা পদমর্যাদার খেতাব বীরপ্রতীক (৪২৬ জন)। এর মধ্যে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীরবিক্রম।

Created: 6 months ago | Updated: 10 hours ago

Related Sub Categories