Translate into English:

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঊনবিংশ শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। প্রথম জীবনে তিনি ফরাসী বিপ্লবের একজন বিশিষ্ঠ অনুরাগী ভক্ত ছিলেন। তিনি ১৯৯৮ খ্রিস্টাব্দে তার বন্ধু স্যামুয়েল টেইলর কোলরিজের সাথে একযোগে লিরিক্যাল ব্যালাডজ নামে একখানা কবিতাগ্রন্থ প্রকাশ করেন। এটি ইংরেজি কবিতার ইতিহাসে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতিবিষয়ক কবিতাসমুহ আমাদের দেশে সুপরিচিত। দি প্রেলিউড নামের পদ্যে রচিত আত্নজীবনীর তিনি প্রনেতা।

Created: 2 months ago | Updated: 1 month ago

Related Questions

Translate into English:

প্রত্যেক শিশুর মধ্যেই নিহিত রয়েছে অফুরন্ত সম্ভাবনা। এক মারে আরাে বের রয়েছে-তা বিকাশের জন্য অনুকূল পরিবেশ অপরিহার্য তানেক বাবা-মা রয়েছে যার প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়ে তাদের সচেতন নাম সমর আমরা শিশুদেরকে ধমক দিয়ে থাকি; এমনকি প্রহার করে বাকি কয় আমরা ভেবে দেখেছি যে, একটি শিশুকে অযথা ধমক দিলে বা হর করলে তার : ক থাকে? বাবা-মায়ের অভিপ্রায় অনুযায়ী শিশুদেরকে গড়ে তুলতে চাইলে মিলে হে ইম সমস্যাগুলােকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং সেসর সমস্যা দূর করার জন্য অন্যকোনাে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাবা-মাকে মনে রাখতে হবে যে, পর্যাপ্ত আলাে পরবে কে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

Created: 2 months ago | Updated: 1 month ago