উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঊনবিংশ শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। প্রথম জীবনে তিনি ফরাসী বিপ্লবের একজন বিশিষ্ঠ অনুরাগী ভক্ত ছিলেন। তিনি ১৯৯৮ খ্রিস্টাব্দে তার বন্ধু স্যামুয়েল টেইলর কোলরিজের সাথে একযোগে লিরিক্যাল ব্যালাডজ নামে একখানা কবিতাগ্রন্থ প্রকাশ করেন। এটি ইংরেজি কবিতার ইতিহাসে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতিবিষয়ক কবিতাসমুহ আমাদের দেশে সুপরিচিত। দি প্রেলিউড নামের পদ্যে রচিত আত্নজীবনীর তিনি প্রনেতা।