Translation into English:

নজরুল বিদ্রোহী-চেতনা রূপ লাভ করেছিল পরাধীনতার বিষয়টিকে কেন্দ্র করে। নজরুলের চিন্তাধারা তাঁর বিদ্রোহী সাল সমষ্টিগত পরিচয় - রাজনৈতিক পরাধীনতা, সাম্প্রদায়িকতা, নারীর অবদমন ও সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে। জীবনের পুরোটা সময় তিনি প্রায় চরম দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন। দারিদ্র্যকে তিনি নিজের হাতের রেখার মতো চিনতেন। সেজন্য তাঁর সব বিদ্রোহী চেতনার উৎসস্বরূপ দারিদ্র্যকে চিহ্নিত করা যায়। নজরুলের এই ব্যক্তিস্বাতন্ত্র্য পশ্চিমা পুঁজিবাদী সমাজের ব্যক্তিস্বাতন্ত্র্য থেকে ভিন্ন। এই ভিন্নতা কবির বিদ্রোহী সত্তার পরিচয় হলেও সামাজিক ব্যবস্থায় এর অবস্থান কবির রচন ব্যতিক্রমী মাত্রায় প্রতিফলিত হয়েছে। নজরুলের মধ্যে বিদ্রোহ আছে, বিপ্লবী চেতনা আছে, এবং এই কারণে ব্যক্তিস্বাতাহার দিক থেকে তিনি বরাবর আপোসহীন। আর তাঁর অনুসরণে সমাজের দৃঢ়চেতা মানুষগুলো আপন আপন বৈশিষ্ট্য নিয়ে উজ্জ্বল হয়ে উঠলে সমাজের সর্বোচ্চ উন্নতি হতে বাধ্য।

Created: 3 months ago | Updated: 3 months ago

Related Questions

Translate the following paragraph into English:

তথ্যপ্রযুক্তি খাতের ব্যাপক সম্প্রসারণে ২০১০ সালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। ২০১৭-১৮ সালের হাইটেক পার্ক কর্তৃপক্ষের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও যশোর শেখ হাসিনা সফটওয়্যার পার্ক স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে ৫২টি আইটি কোম্পানি দুই হাইটেক পার্কে তাদের কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে হাইটেক পার্ক (সিলেট ইলেকট্রনিকস সিটি) গঠনের মৌলিক অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এ ছাড়া প্রতিটি জেলায় হাইটেক পার্ক স্থাপনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহ, জামালপুর, রংপুর, নাটোর, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ঢাকার কেরানীগঞ্জে কাজ চলছে।

Created: 3 months ago | Updated: 3 months ago