আমাদের স্মৃতি – বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্রময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ । সামাটিক বিধি – নিষেধ আর ঘেরাটোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়তিই বেরিয়ে আসে সাংস্কৃতিক গজতের নব নব রূপ। ঠিক তেমনিেএদেশের সাংস্কৃতিও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনরা সমৃদ্ধ করেছেন। তাদেরেই একজন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।