ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এবং কোটি কোটি মানুষের অবর্ণনীয় দুর্দশা ও সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্ট আমাদের এই জাতি রাষ্ট্র। রাষ্ট্রের তিনটি অঙ্গের অন্যতম বিচার বিভাগ। শক্তিশালী বিচার ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। বিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্রের ভিত্তিও দুর্বল হয়ে যায়। আর বিচার বিভাগকে শক্তিশালী করার দায়িত্ব বিচার বিভাগীয় প্রত্যেক কর্মচারী ও কর্মকর্তার । তাঁদের সততা ম নিষ্ঠা ও পরিশ্রমের উপর নির্ভর করে বিচার ব্যবস্থার ভবিষৎ। প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী হবেন আদর্শের প্রতীক । জাতির আশা, কখনই দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। তাহলেই শহিদদের রক্তের কিছুটা প্রতিদান দেওয়া হবে।