একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার ৫০ সেঃমিঃ, প্রন্থ ১ মিটার ৭৫ সেঃমিঃ এবং উচ্চতা ১ মিটার ২৫ সেঃমিঃ। বাক্সটির আয়তন কত ঘনমিটার?
একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশী হতো তাহলে ৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত?
যতি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যায় বৃদ্ধি পাবে না?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 6x3- 5x2-87x-54
ক, খ ও গ ২৮০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু 'গ' এর মূলধন ২০০ টাকা কম। মোট ৫৬০ টাকা লাভ হলে 'গ' কত টাকা লাভ পাবে?