নাসির সাহেবের মাসিক মূলবেতন ২৭,৬৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর ০ (শূন্য) টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে, নাসির সাহেব কত টাকা আয়কর দেন?
একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। যদি দৈর্ঘ্য ৬ মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন?
x-1x=3 হলে, x2+1x2 এর মান নির্ণয় করুন।
রম্বস কাকে বলে?
মনির মাহেবের মাসিক মূলবেতন ৪৩,১৭০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম ২ লক্ষ ৫০ হাজার টাকা আয়কর মুক্ত আয়ের উপর আয়কররের হার শতকরা ১০ টাকা হলে মনির সাহেববছরে কত টাকা আয়কর দিবেন?
a-1x2+a2xy+a+1y2 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।