২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির গ্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
x+y=4 এবং x - y = -2 হলে, xy এর মান বের করুন।
কোন আসল সুদ–আসলে ৩ বছরের ৪৮৪ টাকা এবং ৫ বছরে ৫৪০ টাকা হয়? শতকরা সুদের হার ও আসল নির্ণয় কর।
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১০% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
১ টি চৌবাচ্চার ৩৫ ভাগ পূরণ হতে ৭ ঘন্টা সময় লাগে। চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
2x-2x=3 হলে, দেখাও যে, 8x3-1x3=63