৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে?
দুই অংকবিশিষ্ট কোনো সংখ্যার অংকদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ করলে যোগফল দশক স্থানীয় অংকটির চারগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 9 বাদ দিলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন।
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিলোমিটার। রেলাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
একজন লোক ৫% হার সুদে ৫০০ টাকা ধার করেন এবং কিছুকাল পর ৩.৫% সরল সুদে আরো ৪০০ টাকা ধার করেন। দ্বিতীয় ধার নেওয়ার ৬ মাস পর তিনি উভয় ধার সুদেমুলে ৯৯৪.৫০ টাকা পরিশোধ করেন। প্রথম ধার নেয়ার কত সময় ধরে তিনি ঐ ধার পরিশোধ করেন?
কোনো আসল ৪ বছরে মুনাফা আসলে ৬,৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
8x232x4x23=4 হলে, x এর মান কত ?