কোনো আসল ৩ বছরে মুনাফা-আসল ৫,৫৫০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ ১৪ দিনে করতে পারে, তাহলে ৮জন পুরুষ এবং ১৬ জন মহিলার একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
x4+x2-20 এর উৎপাদক বিশ্লেষণ কর?
কোন মূলধন ৩ বছরে সুদে মূলে ১১,০০০ টাকা হয় এবং সুদ আসলের তিন অষ্টমাংশ হলে সুদের হার কত?
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটা, গ্রন্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
একটি বস্তা চাল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ঐ বিক্রেতার ৫% লাভ হতো। এক বস্তা চালের ক্রয়মূল্য কত?